Bootstrap Image Preview
ঢাকা, ১৪ বুধবার, মে ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আইপিএলে মোস্তাফিজের  ভিত্তিমূল্য ১ কোটি, মুশফিক ও মাহমুদউল্লাহর মূল্য কত? 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০১৯, ১১:১৩ AM
আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৯, ১১:১৩ AM

bdmorning Image Preview


আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ  আইপিএলের নিলামের জন্য ক্রিকেটারদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বিসিসিআই৷ ঘরোয়া ও আন্তর্জাতিক মিলিয়ে এবছর মোট ৩৩২ জন ক্রিকেটারকে নিলামে তোলা হবে৷যাঁদের মধ্যে বিদেশী ক্রিকেটার রয়েছেন ১৪৬ জন।

এই তালিকায় রয়েছে বাংলাদেশের ৫ ক্রিকেটার। তারা হলেন- মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান, সাব্বির রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিন।

বাংলাদেশের পাঁচ ক্রিকেটারের মধ্যে সবচেয়ে বেশি ভিত্তিমূল্য পেয়েছেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। তার ভিত্তিমূল্য ১ কোটি ভারতীয় রুপি। এছাড়া উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর ও মিডলঅর্ডার ব্যাটসম্যান মাহমুদুল্লাহর ৭৫ লাখ এবং পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিন ও স্পিন অলরাউন্ডার সাব্বিরের ভিত্তিমূল্য নির্ধারিত হয়েছে ৫০ লাখ রুপি। 

Bootstrap Image Preview