Bootstrap Image Preview
ঢাকা, ১৪ বুধবার, মে ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের কোচিং স্টাফে যুক্ত হতে যাচ্ছেন বাউচার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০১৯, ১২:২৫ PM
আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৯, ১২:২৫ PM

bdmorning Image Preview


দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের ভারপ্রাপ্ত পরিচালক করা হয়েছে গ্রায়েম স্মিথকে। তিনিই এবার জাতীয় দলের অন্তবর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দিতে যাচ্ছেন তাঁর সাবেক সতীর্থ মার্ক বাউচারকে।

দক্ষিণ আফ্রিকার অন্তবর্তীকালীন টিম ডিরেক্টর এনোক এনকিউ মার্ক বাউচারের সঙ্গে কাজ করতে আগ্রহী। এমনটাই জানিয়েছে, ক্রিকেটের জনপ্রিয় পোর্টাল ইএসপিএন ক্রিকইনফো। এদিকে বোর্ড পরিচালক হিসেবে দায়িত্ব নিলেও স্মিথ কাজ করবেন তিন মাস।

এমনটাই নিশ্চিত করেছেন তিনি। তাই তিনি কোচ হিসেবেও বাউচারকে অন্তর্বতীকালীন হিসেবে নিয়োগ দিতে যাচ্ছেন। ব্যাটিং কোচ হিসেবে জ্যাক ক্যালিসের নাম ঘোষণা করা হতে পারে বলেও গুঞ্জন আছে।

এদিকে, এবারই প্রথম জাতীয় দলের কোচিং স্টাফে যুক্ত হতে যাচ্ছেন বাউচার। এর আগে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটের দল টাইটান্সের কোচের দায়িত্ব পালন করেছেন সাবেক এই প্রোটিয়া উইকেটরক্ষক ব্যাটসম্যান। আশা করা যাচ্ছে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠের সিরিজ দিয়েই তিনি দায়িত্ব নিচ্ছেন।

আসন্ন এই সিরিজে চারটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে, টি-টোয়েন্টি খেলবে স্বাগতিকরা। বিশ্বকাপের পর থেকে সাদা পোষাকেও ফর্মে নেই প্রোটিয়ারা। তারা ইতোমধ্যে পাঁচটি টেস্টে হেরেছে। তাই বাউচারের প্রধান দায়িত্ব হবে প্রোটিয়াদের জয়ের ধারায় ফেরানো।

Bootstrap Image Preview