Bootstrap Image Preview
ঢাকা, ১৪ বুধবার, মে ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নতুন চার মুখে ইংল্যান্ডের ওয়ানডে দল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০১৯, ১২:৩৮ PM
আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৯, ১২:৩৮ PM

bdmorning Image Preview


ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি), প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। দলে বেশ কয়েকজন নতুন মুখ জায়গা পেয়েছেন। টি-টোয়েন্টি দল থেকে জায়গা হারিয়েছেন টেস্ট অধিনায়ক জো রুট।

জস বাটলার, জফরা আর্চার, বেন স্টোকসরা ফিরেছেন টি-টোয়েন্টি দলে।নিউজিল্যান্ড সিরিজে বিশ্রামে থাকা মঈন আলীকে ওয়ানডে এবং টি-টোয়েন্টি দলে ফেরানো হয়েছে। সেই সঙ্গে ফিরেছেন টপ অর্ডার ব্যাটসম্যান জেসন রয়ও।

ওয়ানডে দলে প্রথমবারের জায়গা পেয়েছেন টম ব্যান্টন, প্যাট ব্রাউন, সাকিব মাহমুদ এবং ম্যাট পারকিনসন। সর্বশেষ নিউজিল্যান্ড সফরে এই চারজনই ইংল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াডে ছিলেন। তবে প্রোটিয়াদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে বাদ পড়েছেন সাকিব এবং ব্যান্টন।

টি-টোয়েন্টি দলে জায়গা হয়নি স্যাম বিলিংস, জেমস ভিনস এবং লুইস গ্রেগরির। বিশ্বকাপের শিরোপা জেতার পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডে দিয়ে আবারও ওয়ানডে ক্রিকেটে ফিরতে যাচ্ছে ইংল্যান্ড। ৪ ফেব্রুয়ারি কেপটাউনে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ১২ ফেব্রুয়ারি।

ওয়ানডে স্কোয়াডঃ

ইয়ন মরগ্যান (অধিনায়ক), মঈন আলি, জনি বেয়ারস্টো, টম ব্যান্টন, প্যাট ব্রাউন, স্যাম কারান, টম কারান, জো ডেনলি, ক্রিস জর্ডান, সাকিব মাহমুদ, ডেভিড মালান, ম্যাট পারকিনসন, আদিল রশিদ, জো রুট, জেসন রয় এবং ক্রিস ওকস।

টি-টোয়েন্টি স্কোয়াডঃ

ইয়ন মরগ্যান (অধিনায়ক), মঈন আলি, জোফরা আর্চার, জনি বেয়ারস্টো, জস বাটলার, প্যাট ব্রাউন, স্যাম কারান, টম কারান, জো ডেনলি, ক্রিস জর্ডান, ডেভিড মালান, ম্যাট পারকিনসন, আদিল রশিদ, জেসন রয়, বেন স্টোকস এবং মার্ক উড।

 

Bootstrap Image Preview