Bootstrap Image Preview
ঢাকা, ১৪ বুধবার, মে ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ইনজুরির কারণে ওয়ানডে স্কোয়াড থেকে বাদ পড়লেন ভুবনেশ্বর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০১৯, ০১:১০ PM
আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৯, ০১:১০ PM

bdmorning Image Preview


ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজ। চেন্নাইতে সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ। রবিবার (১৫ ডিসেম্বর) বাংলাদেশ সময় দুপুর দুইটায় মুখোমুখি হচ্ছে দল দুটি।

টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। শক্তিশালী ভারতের বিপক্ষে তাই মানসিকভাবে কিছুটা পিছিয়ে আছে কাইরন পোলার্ডের দল।

ক্যারিবিয়ানদের বিপক্ষে অবশ্য পূর্ণ শক্তির দল নিয়ে নামতে পারছে না ভারত। দলের পেস বোলার ভুবনেশ্বর কুমারকে ছাড়াই মাঠে নামতে হচ্ছে তাদের।

ইনজুরির কারণে ওয়ানডে স্কোয়াড থেকে বাদ পড়েছেন ভুবনেশ্বর। মুম্বাইতে টি-টুয়েন্টি সিরিজের শেষ ম্যাচে কুঁচকির ইনজুরিতে পড়েন তিনি। তাঁর জায়গায় ইতোমধ্যেই সুযোগ পেয়েছেন শার্দূল ঠাকুর।

১৮ ডিসেম্বর বিশাখাপত্তম ও ২২ ডিসেম্বর কটকে সিরিজের বাকি দুটি ওয়ানডে অনুষ্ঠিত হবে।

ভারত ওয়ানডে স্কোয়াডঃ বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, মায়াঙ্ক আগারওয়াল, লোকেশ রাহুল, শ্রেয়াশ আইয়ার, মানিস পাণ্ডে, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), শিভব দুবে, কেদার যাদব, রবীন্দ্র জাদেজা, যুবেন্দ্র চাহাল, কুলদিপ যাদব, দীপক চাহার, মোহাম্মদ শামি ও শার্দূল ঠাকুর।

ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে স্কোয়াডঃ কাইরন পোলার্ড (অধিনায়ক), সুনীল আমব্রিস, রস্টন চেজ, শেলডন কটরেল, শিমরন হেটমিয়ার, জেসন হোল্ডার, শাই হোপ, আলজারি জোসেফ, ব্রেন্ডন কিং, এভিন লুইস, কিমো পল, খারি পিরে, নিকোলাস পুরান (উইকেটরক্ষক), রোমারিও শেফার্ড ও হেইডেন ওয়ালশ।

Bootstrap Image Preview