কথা ছিল খেতে হবে ৫০টি ডিম। সেটি পারলে ‘খাদককে’ দেওয়া হবে ২ হাজার টাকা। তিনি যেতে পারলেন ৪১টি পর্যন্ত। তারপর নির্মম পরিণতি।
ঘটনাটি ভারতের উত্তর প্রদেশের জৌনপুর জেলার। মৃতের নাম সুভাষ যাদব। পুলিশ জানিয়েছে, বন্ধুর সঙ্গে বাজি ধরেছিলেন ৪২ বছর বয়সী সুভাষ। আর সেই চ্যালেঞ্জই তার মৃত্যু ডেকে আনল।
সুভাষ পরপর ৪১টা ডিম খেয়ে ফেলেন। পরেরটি খেতে গিয়েই হয় বিপত্তি। সেটি মুখে ভরার আগেই জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
সুভাষকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যান তার বন্ধু। শারীরিক অবস্থার অবনতি ঘটায় সেখানকার চিকিৎসকেরা তাকে সঞ্জয় গান্ধী হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। কয়েক ঘণ্টা পর সেখানেই মৃত্যু হয়।