বাংলাদেশের মত পার্শ্ববর্তী দেশ ভারতেও পেঁয়াজের বাজার বেশ গরম। মজা করে বলা হচ্ছে, সোনার থেকেও নাকি পেঁয়াজের দাম বেশি। তাই হয়ত সোনার গয়নার বদলে পেঁয়াজ রসুনের মালা পরে বিয়ে সারলেন এক দম্পতি। ভারতের উত্তর প্রদেশের ভারানাসির এক বিয়ে বাড়িতে এ ঘটনা ঘটেছে।
পেঁয়াজ-রসুন দিয়ে গাঁথা মালায় মালাবদল সারলেন বর-কনে। ফুল যে তাতে ছিল না তা নয়। তবে সেসব ছাপিয়ে জ্বলজ্বল করেছে রান্নার এই দুই উপকরণ! এখানেই শেষ নয়। বর-কনেকে ঝুড়ি ঝুড়ি পেঁয়াজ উপহার দিয়েছেন আমন্ত্রিত অতিথিরা।
এমন খবর শুনে সমাজবাদী পার্টির কমল পাটেল বলেন, গত মাস থেকে আকাশছোঁয়া দাম পেঁয়াজের। সোনার বদলে এখন মানুষ পেঁয়াজ কিনে জমাতে পারলে বেঁচে যায়। ফলে, বিয়েতেও উপহার হিসেবে বা মালায় জায়গা করে নিচ্ছে পেঁয়াজ।’
ওই দলেরই আরেক নেতা সত্য প্রকাশের দাবি, পেঁয়াজের এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিরোধিতা করেই এভাবে প্রতীকী প্রতিবাদ জানালেন দম্পতি।