Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মাকে ধাক্কা মারায় ৪ বছর বয়সী শিশুর কাণ্ড, নেট দুনিয়ায় ভাইরাল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০১৯, ০৭:১২ PM
আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৯, ০৭:১২ PM

bdmorning Image Preview
সংগৃহীত


বড়জোর ৪ বছর বয়সী এক শিশু মায়ের সঙ্গে জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পাড় হচ্ছিল। আর এ সময় দ্রুতগতির একটি গাড়ি ঠিকসময়ে থামতে না পেরে সজোরে ধাক্কা দেয় শিশুটির মাকে।

জানা গেছে, চীনে চংকিং শহরের একটি রাস্তার ঘটেছে এই ঘটনা। ট্রাফিক পুলিশের সিসি ক্যামেরায় ধরা পড়েছে গোটা ঘটনাটি।

গাড়ির ধাক্কায় ছিটকে পড়ে যান শিশুটির মা। চোখের সামনে মায়ের এই আঘাত পাওয়ার দৃশ্যটি একেবারেই মেনে নিতে পারেনি শিশুটি। মুহূর্তেই প্রতিবাদী হয়ে ওঠে কোমলমতি শিশুটি।

ধাক্কা মারা গাড়িটিকে লাথি মেরে ভেঙে ফেলার চেষ্টা করে সে। যদিও তার ছোট্ট পায়ের লাথি টেরই পায়নি গাড়ির ভেতরে বসা চালক।

গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমন একটি ভিডিও।

ভিডিওটি দেখে যতটা না হেসেছেন; তার চেয়েও বেশি মায়ের জন্য এতটুকুন শিশুর টান, আকুতি আর প্রতিবাদী রূপ হতবাক করেছে নেটিজেনদের।

প্রশংসায় ভাসছে সেই শিশু। অনেকেই তাকে ‘সত্যিকারে হিরো’ বলে সম্বোধন করছেন।

ঘটনাটি দেখে নেটিজেনরা সমবেদনা জানাচ্ছেন। তবে অনেকেই বলছেন, জেব্রা ক্রসিংয়েও পথচারীরা নিরাপদ নয়! বিষয়টি ভয়ংকর।

Bootstrap Image Preview