Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সড়ক দুর্ঘটনায় নিহত ‘মিস পাকিস্তান ওয়ার্ল্ড’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০১৯, ০৭:৫৯ PM
আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৯, ০৭:৫৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


নিউইয়র্কের ম্যারিল্যান্ডের এক রাস্তায় গাড়ি চালাচ্ছিলেন পাকিস্তানের সুন্দরী তরুণী জানিব নাভিদ (৩১)। যখন তিনি একটি মোড় ঘুরছিলেন সেই সময়ই বেসামাল হয়ে যায় গাড়ি। ধাক্কা লাগে রাস্তার পাশের ডিভাইডারে। যখন তাকে গাড়ি থেকে বের করে আনা হয়, ততক্ষণে দেহে প্রাণ নেই। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, অ্যালকোহল এই দুর্ঘটনার কারণ না। পুলিশ জানিয়েছে, গাড়িতে তিনি একাই ছিলেন। জানা যাচ্ছে, জানিব নাভিদ লাহোরের বাসিন্দা ছিলেন। ২০১২ সালে তিনি মিস পাকিস্তান ওয়ার্ল্ডও হয়েছিলেন। ২০১২ সালে মিস পাকিস্তান ওয়ার্ল্ড হয়েছিলেন জানিব নাভিদ (৩১)। তার রূপের ছটায় কাঁপত সোশ্যাল মিডিয়া। কিন্তু, মর্মান্তিকভাবে মৃত্যু হল তার।

দুর্ঘটনার আগে ফেসবুকে নিজের একটি ছবি দিয়েছিলেন নাভিদ। যেখানে একটি সিঁড়িতে সোনালি পোশাকে বসে থাকতে দেখা গিয়েছে জানিবকে। ২১ নভেম্বর এই ছবিটি শেয়ার করেছিলেন তিনি।

উল্লেখ্য, ১ ডিসেম্বর রবিবার রাতে এই দুর্ঘটনা ঘটে। এতেই মারা যান তিনি। কিন্তু প্রাথমিকভাবে জানিভ নাভিদের মৃত্যুর সংবাদ গোপন রাখা হয়। দাফন করার পর তার মৃত্যুর খবর আন্তর্জাতিক গণমাধ্যমে আসে।

Bootstrap Image Preview