Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সমুদ্র সৈকতে ভেসে আসছে অসংখ্য ‘পেনিস ফিস’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০১৯, ০৮:৩২ PM
আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৯, ০৮:৩২ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


কয়েকদিন আগে ক্যালিফোর্নিয়ার উপর দিয়ে বয়ে গেছে ভয়ঙ্কর ঝড়। আর তা আছড়ে পড়ার পর ড্রাকেস সমুদ্রসৈকত ভরে গেছে অদ্ভুত রকমের এক প্রাণীতে। কয়েক হাজার এমন প্রাণী সমুদ্রসৈকতে ঘুরে বেড়াচ্ছে। অনেকেই বলছেন, এগুলো ‘পেনিস ফিস’।

‘পেনসি ফিস’ নাম দেওয়ার পেছনেই রয়েছে নির্দিষ্ট কারণ। সমুদ্র সৈকতে যে প্রাণী উঠে এসেছে, সেসব দেখতে অনেকটাই পুরুষাঙ্গের মতো! ফলে অনেকেই বিষয়টি নিয়ে হাসি-মশকরা করছেন।

জানা গেছে, এই পেনিস ফিস দেখতে অনেকটাই লম্বা। প্রায় ১০ ইঞ্চি লম্বা প্রাণীটি ক্যালিফোর্নিয়ার সমুদ্রসৈকতে প্রথম দেখতে পান ইভান পার নামে এক বিজ্ঞানী। তিনি দ্য ওয়াইল্ড লাইফ সোসাইটির পশ্চিম বিভাগের বায়োলজিস্ট হিসেবে কর্মরত।

তিনি জানিয়েছেন, এটা সত্য যে প্রাণীটিকে একেবারে পুরুষের যৌনাঙ্গের মতো দেখতে। বেশিরভাগ সময় এগুলো পানির তলায় থাকে। কোনো মাছ নয়, এক ধরনের জলজ কীট হিসেবেই এই প্রাণীগুলোকে ব্যাখ্যা করেছেন পার। এদের নাম উরেছিস ইউনিসিঙ্কটাস। তাদের ‘ফ্যাট ইনকিপার ওর্মস’ বলেও ডাকা হয়।

প্রাণীগুলো বেশিরভাগ সময় একেবারে পানির গভীরে থাকে। সাধারণত ব্যাকটেরিয়া, প্ল্যাঙ্কটন ও কাদার মধ্যে থাকা খনিজ খেয়ে বেঁচে থাকে। অনেক বছর বাঁচে এগুলো। কিন্তু হঠাৎ করে সমুদ্রসৈকতে বিপুল পরিমাণ প্রাণী উঠে আসায় বিভিন্ন জল্পনা তৈরি হয়েছে। তাহলে উষ্ণায়নের প্রভাবেই এ ধরনের ঘটনা ঘটছে, বিষয়টি নিয়ে ইতিমধ্যে গবেষণা শুরু করে দিয়েছে একদল বিজ্ঞানী।

Bootstrap Image Preview