বিতর্কিত নাগরিকত্ব বিলের (সিএবি) প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ভারত। রাজধানী দিল্লি ছাড়াও পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয় ও পাঞ্জাবসহ বেশ কয়েকটি অঞ্চলে সড়ক অবরোধ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এমন সময়ে গঙ্গা নদীর পাড়ে একটি প্রকল্প দেখতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
শনিবার (১৪ ডিসেম্বর) কানপুরের গঙ্গা ঘাটে ‘নমামী গঙ্গে’ প্রজেক্টের দেখভাল করতে গিয়ে মোদি হোঁচট খেয়ে পড়ে যান। যার একটি ভিডিও টুইটারে ব্যাপক ভাইরাল হয়েছে।
ভিডিওটিতে দেখা যায়, ঘাটের সিঁড়ি দিয়ে ওঠার সময় হঠাৎ হোঁচট খেয়ে পড়ে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর পরে যাওয়ার সঙ্গে সঙ্গেই দেহরক্ষীরা তাকে টেনে তোলেন।
এর আগে, সকালে ‘নামামি গঙ্গে প্রকল্প’ দেখতে কানপুর পৌঁছান নরেন্দ্র মোদী। সেখানে প্রকল্পের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। পরে প্রকল্প এলাকা পরিদর্শনে গিয়ে পা পিছলে পড়ে যান এই বিজেপি নেতা। মোদীর সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত এবং বিহারের উপমুখ্যমন্ত্রী সুশীল মোদী।
এদিকে নরেন্দ্র মোদীর পড়ে যাওয়ার ঘটনাতে নেটদুনিয়ায় শুরু হয়েছে বিস্তর বিতর্ক। প্রধানমন্ত্রী মোদীকে আক্রমণ করেছেন নেটপাড়ার মানুষজন। কেউ বলছেন, ‘পতনের এই শুরু।’