ভারতের ডাউকি সীমান্ত একদিন বন্ধ রাখার পর পর্যটকদের জন্য ফের খুলে দেওয়া হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে তামাবিলে বাংলাদেশের ইমিগ্রেশন শেষ করে ডাউকি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছেন পর্যটকরা।
তামাবিল ইমিগ্রেশন অফিস সূত্রে জানা গেছে, বেলা সাড়ে ১১টা থেকে সীমান্তের ওপারে ভারতের ডাইকি ইমিগ্রেশন তাদের কার্যক্রম শুরু করে। ফলে বাংলাদেশ থেকে পর্যটকরা ডাইকি সীমান্ত দিয়ে ভারতের প্রবেশের সুযোগ পান। তবে ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে কারফিউ বহাল থাকায় ডাউকি সীমান্ত দিয়ে ভারতগামী পর্যটকদের সংখ্যা কমে গেছে।
উল্লেখ্য, শিলংয়ে কারফিউ জারির কারণে গত শুক্রবার ডাউকি সীমান্ত দিয়ে পর্যটক প্রবেশ বন্ধ করে দিয়েছিল ভারতের মেঘালয় সরকার।