Bootstrap Image Preview
ঢাকা, ১৪ বুধবার, মে ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

টি-টোয়েন্টি বিশ্বকাপে দলে ফিরছেন ডি-ভিলিয়ার্স ! 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০১৯, ০৭:১৬ PM
আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৯, ০৭:১৬ PM

bdmorning Image Preview


এবিডি ভিলিয়ার্স আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন দেড় বছরেরও বেশি সময় আগে। তাকে ছাড়াই সবশেষ ইংল্যান্ড বিশ্বকাপে অংশ নিয়ে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় ফাফ ডু প্লেসিসের নেতৃত্বাধীন দক্ষিণ আফ্রিকা। সেই সময়ে দলের বাজে পারফরম্যান্সের কারণে দর্শকরা ভিলিয়ার্সকে দলে ফেরানোর জোর দাবি তুলে ছিলেন। কিন্তু জাতীয় দলের ক্রিকেটাররা চাননি ভিলিয়ার্স দলে ফিরুক।

তবে এবার দক্ষিণ আফ্রিকার দলের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন মার্ক বাউচার। দলের দায়িত্ব নেওয়ার পরেই তিনি জানিয়েছেন, আগামী বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভিলিয়ার্সকে দলে ফেরাতে।

ভিলিয়ার্সকে দলে ফেরানো প্রসঙ্গে বলেন, একজন কোচ হিসেবে অবশ্যই চাইব সেরা তারকারা দলে থাকুক। বিশ্বের অন্যান্য দেশে খেলার অভিজ্ঞতাসম্পন্ন তারকাদের নিয়েই কিন্তু দক্ষিণ আফ্রিকা রাগবিতে চ্যাম্পিয়ন হয়েছে। ক্রিকেট দলের গভীরতা বৃদ্ধিতে এই সুযোগটা আমি নিতে চাই। এতে দলের সবাই নিজের অবস্থানের ব্যাপারে আরও সচেতন হবে এবং শিখতে পারবে।

Bootstrap Image Preview