Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পরীক্ষার ফল ভালো হয় মেকআপ করা ছাত্রীদের!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০১৯, ০৭:৩৬ PM
আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৯, ০৭:৩৬ PM

bdmorning Image Preview


পরীক্ষার ফলা ফলের সাথে মেকআপ এর কতটুকু সম্পর্ক রয়েছে তা আমার জানা নেই তবে মেকআপ করলেই নাকি পরীক্ষার ফল ভালো হবে। আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের গবেষকরা এ দাবি করেছেন। তারা এটিকে ‘লিপস্টিক এফেক্ট’ নামে চিহ্নিত করেছেন।

গবেষকদের মতে মেকআপ এর প্রভাবে আত্মবিশ্বাস, আচরণ ও ব্যক্তিত্ব উন্নত হয়। মেকআপ করলে সংশ্লিষ্ট নারীর মনের ওপর ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়। গবেষণায় পরীক্ষার জন্য আন্ডার গ্র্যাজুয়েট কোর্সের তিনটি দলে ভাগ করে তাদের কাছ থেকে সাধারণ মনোবিজ্ঞানের বিভিন্ন প্রশ্নের উত্তর জানতে চেয়েছিলেন গবেষকরা।

এ পরীক্ষার আগে একটি দলের মেয়েদের মেকআপ করতে বলা হয়, একটি দলের ছাত্রীদের ভালো গান শোনানো হয় এবং তৃতীয় দলকে বলা হয় মানুষের মুখ আঁকতে। যে দলের সদস্যরা গান শুনেছিলেন তাদের পরীক্ষার ফল ভালো হয়। তবে সেরা ফল করেন মেকআপ করা ছাত্রীরা।

গবেষকরা জানিয়েছেন আসলে মেয়েরা মেকআপ করার পর নিজেদের আরো আকর্ষণীয় মনে করেন। এর ফলে তাদের আত্মবিশ্বাসও বাড়ে। একইসঙ্গে তাদের পড়াশোনাও ভালো হয়।

 

Bootstrap Image Preview