Bootstrap Image Preview
ঢাকা, ১১ রবিবার, মে ২০২৫ | ২৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নাগরিকত্বের প্রমাণ হিসেবে ভোটার কার্ড আর পাসপোর্টই যথেষ্ট

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০১৯, ১০:০৯ AM
আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৯, ১০:০৯ AM

bdmorning Image Preview


মুম্বাইয়ের একটি আদালত জানিয়েছেন, নাগরিকত্বের প্রমাণ হিসেবে ভোটার কার্ড আর পাসপোর্টই যথেষ্ট। সারাদেশে যখন নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে তোলপাড় চলছে, তখন এমন রায় দিলেন মুম্বাইয়ের একটি নিম্ন আদালত।

জানা গেছে, ২০১৭ সালে মোহাম্মদ মোল্লা (৫৭) ও সাইফুল (২৩) নামে দুজনকে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ। সম্পর্কে বাবা-ছেলে মোল্লা ও সাইফুলকে বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসেবে আদালতে পেশ করে পুলিশ।

পুলিশের দাবি, ওই দুজন বাংলা ভাষাতে কথা বলেন এবং তারা এমন কোনও নথি দেখাতে পারেননি, যাতে প্রমাণিত হয় তারা ভারতীয়।

কিন্তু আদালতে দুজনেই ভারতীয় পাসপোর্ট ও ভোটার আইডি কার্ড জমা দেয়। এরপরই আদালত জানায়, পাসপোর্ট থাকাই যথেষ্ট সাইফুলের নাগরিকত্ব প্রমাণের ক্ষেত্রে।

একইভাবে ভোটদানের ক্ষমতা প্রদান করে ভোটার আইডি কার্ডও দেশের নাগরিক হিসেবে প্রমাণের যথেষ্ট নথি হিসেবে গ্রাহ্য। এতে একটা বিষয় স্পষ্ট করে দিয়েছে কোর্ট, তা হলো রেশন কার্ড, আধার কার্ড বা অন্যান্য পরিচয়পত্র নাগরিকত্বের প্রমাণ হিসেবে গ্রাহ্য নয়।

বিশেষজ্ঞরা বলছেন, নতুন নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে সারাদেশে যখন বিতর্ক তৈরি হয়েছে, সেই মুহূর্তে মুম্বাইয়ের আদালতের এই রায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

Bootstrap Image Preview