Bootstrap Image Preview
ঢাকা, ১৪ বুধবার, মে ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আম্পায়ারের ওপর খেপেছেন কোহলি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০১৯, ০২:৩৯ PM
আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৯, ০২:৩৯ PM

bdmorning Image Preview


ওয়েস্ট ইন্ডিজের কাছে ভারতের হারের সঙ্গে তৈরি হয়েছে বিতর্ক। ঘটনার সূত্রপাত রবীন্দ্র জাদেজার রানআউটকে কেন্দ্র করে। ভারতের ইনিংস চলার সময় রান নিয়ে নন স্ট্রাইকিং প্রান্তে পৌঁছান জাদেজা। সেসময় ওয়েস্ট ইন্ডিজের কোনো ক্রিকেটার রানআউটের আবেদন করেননি। সবাই ভেবেছিলেন, বল উইকেটে লাগার আগেই জাদেজা নন স্ট্রাইকে পৌঁছে গেছেন।

কিন্তু জায়ান্ট স্ক্রিনের রিপ্লেতে দেখা যায় যখন বল উইকেটে লাগে, তখন জাদেজা লাইন ক্রস করেননি। রিপ্লে দেখে উইন্ডিজ অধিনায়ক কাইরেন পোলার্ড রানআউটের আবেদন জানান আম্পায়ারের কাছে। তৃতীয় আম্পায়ার রিপ্লে দেখে রানআউট দেন জাদেজাকে।

ঘটনাটি নিয়ে ম্যাচের পর ক্ষোভ দেখান বিরাট কোহলি। ভারত অধিনায়ক বলেন, ‘রিপ্লে দেখে ক্রিকেটার আবেদন করছে, তারপর আম্পায়ার সিদ্ধান্ত নিচ্ছে, এমন ঘটনা আমি অন্তত ক্রিকেটে দেখিনি। আম্পায়াররা একবার গিয়ে রিপ্লেটা দেখলে, আশা করি ব্যাপারটা বুঝতে পারবেন।’

রানআউট বিতর্ক ছাড়া অবশ্য উইন্ডিজের সামনে দাঁড়াতেই পারেনি ভারত। কোহলিদের করা ২৮৭ রানের টার্গেট ১৩ বল হাতে রেখে মাত্র ২ উইকেট হারিয়ে টপকে যায় ক্যারিবীয়রা। ১০৬ বলে ১৩৯ রান করেন সিমরন হেটমায়ার। আর ১০২ রানে অপরাজিত থাকেন শাই হোপ।

কোহলি অবশ্য হারের জন্য কোনো অজুহাত না দিয়ে হেটমায়ার ও হোপকে কৃতিত্ব দিয়েছেন। একজন বোলার কম নিয়ে খেলেছেন, সেটা মানতেও নারাজ তিনি। ভারত অধিনায়কের কথায়, ‘উইকেট স্লো ছিল। কেদার বল করতে পারে। তাই ছয়জন বোলার মোটেও খারাপ অপশন ছিল না। দিনশেষে ব্যাপারটা ক্লিক করেনি। উইন্ডিজ ইনিংসের সময় ব্যাটিং কিছুটা সহজ হয়ে গিয়েছিল। সিমরন আর হোপ দারুণ ব্যাটিং করেছে।’

কোহলির মতে, ‘ভারত আরও ১৫-২০ রান করতে পারত। ওই রানটা থাকলে সুবিধে হতো।’

Bootstrap Image Preview