তিনম্যাচের সিরিজে ইতিমধ্যেই কোহলিদের পিছনে ফেলে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু পোলার্ডদের ম্যাচ জয়ের আনন্দে কিছুটা তাল কাটল ম্যাচ রেফারির কড়া নিদান।
যদিও তার দায়ভার অবশ্যই ক্যারিবিয়ান ক্রিকেটারদের। স্লো ওভাররেটের কারণে অধিনায়ক কায়রন পোলার্ড সহ ওয়েস্ট ইন্ডিজের প্রত্যেক ক্রিকেটারদের ম্যাচ ফি’র ৮০ শতাংশ জরিমানা করলেন ম্যাচ রেফারি ডেভিড বুন।
উল্লেখ্য, চিপকে স্লো ওভাররেটের কারণে আইসিসি’র কোড অফ কন্ডাক্ট অনুযায়ী আর্টিকল ২.২২ ধারা লঙ্ঘন করে ক্যারিবিয়ান ক্রিকেট দল।
বরাদ্দ সময়ের মধ্যে ওয়েস্ট ইন্ডিজ বোলাররা রবিবার চার ওভার কম বল করে বলে অভিযোগ। ম্যাচ শেষেই তাঁর দলের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগের দায়ভার স্বীকার করে নেন ক্যারিবিয়ান অধিনায়ক এবং সমস্ত শাস্তি মাথা পেতে নেওয়ায় ঘটনায় শুনানির কোনও প্রয়োজন নেই বলে জানান ম্যাচ রেফারি।