Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

র‍্যাংকিংয়ে শীর্ষ স্থান ধরে রাখলেন বিরাট কোহলি 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০১৯, ০৮:২১ PM
আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৯, ০৮:২১ PM

bdmorning Image Preview


সদ্য প্রকাশিত আইসিসি ব়্যাংকিংয়ে  ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষস্থানে থাকলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি৷ তবে সদ্য সমাপ্ত নিউজিল্যান্ডের বিরুদ্ধে পারথ টেস্টে সেঞ্চুরি করে প্রথম পাঁচে উঠে এলেন অজি ব্যাটসম্যান মার্নাস ল্যাবুশেন৷ 

গত সপ্তাহে বিরাটের সঙ্গে মাত্র পাঁচ পয়েন্টের পার্থক্য থাকলেও এদিন আরও একটু পিছিয়ে গেলে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথ৷ তবে কিউয়িদের বিরুদ্ধে পারথ টেস্টে ৪৩ ও ১৬ রান করে দ্বিতীয় স্থানেই রইলেন স্মিথ৷ আর ওয়াকায় ব্যর্থ হলেও তৃতীয় স্থান ধরে রাখলেন কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন৷ চার নম্বরে রয়েছেন টিম ইন্ডিয়ার নম্বর তিন ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা৷

সম্প্রতি দারুণ ফর্মে রয়েছেন ল্যাবুশেন৷ নিউজিল্যান্ডের বিরুদ্ধে পারথে ডে-নাইট টেস্টে ১৪৩ ও ৫০ রানের ইনিংস খেলেন অজি এই তরুণ ব্যাটসম্যান৷ টানা তিন ইনিংসে সেঞ্চুরি করে নজর কেড়েছেন ল্যাবুশেন৷ এর ফলে ডেভিড ওয়ার্নারকে টপকে পাঁচ নম্বরে উঠে আসেন ল্যাবুশেন৷

Bootstrap Image Preview