Bootstrap Image Preview
ঢাকা, ২২ বৃহস্পতিবার, মে ২০২৫ | ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মোদী সরকারের নির্যাতনের প্রতিবাদে ইন্ডিয়া গেটে অনশনে প্রিয়াঙ্কা গান্ধী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০১৯, ০৯:০১ PM
আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৯, ০৯:০১ PM

bdmorning Image Preview
সংগৃহীত


দক্ষিণ দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে ঢুকে পড়ুয়াদের পেটানোর ঘটনায় এবার দিল্লির ইন্ডিয়া গেটে অনশনে বসলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। ২ ঘণ্টার জন্য প্রতীকী অনশনে বসেন পূর্ব উত্তর প্রদেশের কংগ্রেসের সাধারণ সম্পাদক।

‘দেশের পরিস্থিতি খুবই খারাপ। পড়ুয়াদের মারতে বিশ্ববিদ্যালয়ে ঢুকছে পুলিশ। সংবিধানকে লঙ্ঘন করছে সরকারই। তবে আমরা সংবিধানের জন্য লড়াই করব।’ সাংবাদিকদের জানান প্রিয়াঙ্কা গান্ধী ভাদরা।

এদিকে, বাম, সমাজবাদী পার্টি-সহ অন্য বিরোধীদের নিয়ে আজ সাংবাদিক বৈঠক করেন কংগ্রেসের সিনিয়র নেতারা। জামিয়ার পড়ুয়াদের উপর পুলিশি লাঠিচার্জের ঘটনায় যথাযথ বিচারবিভাগীয় তদন্তের দাবি তুলেছেন তাঁরা। এই নিয়ে আগামীকাল রাষ্ট্রপতি কোবিন্দের কাছেও যাবেন কপিল সিব্বল, গুলাম নবি আজাদরা।

Bootstrap Image Preview