Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিজয়ের দিবসে বাংলাদেশের জাতীয় পতাকার পেছনের গল্প বললেন মুশফিক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০১৯, ১০:৩১ PM
আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৯, ১০:৩১ PM

bdmorning Image Preview


মহান বিজয় দিবসে বাংলাদেশের জাতীয় পতাকার পেছনের গল্প শোনালেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। দেশবাসীকে বিজয় বিজয়ের দিবসে বাংলাদেশের জাতীয় পতাকার পেছনের গল্প বললেন মুশফিক

মহান দিবসের শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেইজে বিজয় দিবসের শুভেচ্ছা জানান মুশি।

বাংলাদেশের লাল-সবুজ পতাকা হাতে নিয়ে ছবিসহ মুশফিক লিখেন, ‘সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। আমাদের অনেকেই হয়তো আমাদের নিজস্ব লাল-সবুজ পতাকাটির পেছনের গল্প সম্পর্কে জানি না। এই বছর আমি এটা সবাইকে জানাতে চাই।

সবুজের মাঝে লাল বৃত্তটা খানিক বাঁ-দিকে সরিয়ে রাখা হয়েছে, যাতে করে পতাকা ওড়ার সময় এটিকে মাঝামাঝি মনে হয়। এটা বাংলার উদীয়মান সবুজ সূর্য এবং ১৯৭১ সালে আমাদের সূর্যসন্তানদের প্রতীকী বার্তা বহন করে। 

সবুজ রং দিয়ে বাংলাদেশের সবুজ-শ্যামল ভূমির কথা বোঝানো হয়। আমরা এই পতাকা গর্বের সাথে বহন করি। ১৬ ডিসেম্বর- এদিনের পাওয়া বিজয়ের আমাদের আরও অনেক বিজয়ের দরজা খুলে দিয়েছে। মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান ও স্যালুট। আপনাদের কখনো ভুলবো না।’

Bootstrap Image Preview