Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

অনুশীলনে বিজয়োৎসব উদযাপন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০১৯, ১০:৪৩ PM
আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৯, ১০:৪৩ PM

bdmorning Image Preview


১৯৭১ সালে পাকিস্তানের বিপক্ষে নয় মাসের যুদ্ধ শেষে আজ ১৬ ডিসেম্বর বিজয় ছিনিয়ে আনে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা। 

তাই আজকের এই দিনটিকে আনন্দ-উল্লাসে পালন করছে বাংলাদেশ। বাদ পড়েনি বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেটের দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সও। নিজ মাঠে আজ বিজয়োৎসব করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের খেলোয়াড়রা।

আগামীকাল থেকে শুরু হচ্ছে ‘বঙ্গবন্ধু’ বিপিএলের চট্টগ্রাম পর্ব। প্রথম দিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে সিলেট থান্ডারের মুখোমুখি হবে স্বাগতিক চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তাই ঐ ম্যাচকে সামনে রেখে সাগর পাড়ের দল চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে অনুশীলন করে।

অনুশীলনে বাংলাদেশের পতাকা বহন করেন খেলোয়াড়-কোচ ও কোচিং স্টাফরা। অনুশীলনে উপস্থিত সকলের হাতেই ছিলো একটি করে বাংলাদেশের পতাকা। এমনকি মাথায় বিজয় দিবসের শুভেচ্ছা পেঁচানো ফিতাও বাঁধেন। অনেকে বাংলাদেশের বড় পতাকা হাতে নিয়ে ছবিও তুলেন। কেউ কেউ পতাকা গায়েও জড়ান।

Bootstrap Image Preview