ঢাকা প্রথম পর্বে তিন ম্যাচের সবক’টিতে পরাজিত হওয়া সিলেট থান্ডার। তাই চট্টগ্রামের মাটিতে প্রথম জয়ের স্বাদ নিতে মরিয়া সিলেট। অপরদিকে, ঢাকায় শেষ ম্যাচ জিতে চট্টগ্রামে আসে মাহমুদুল্লাহ’র দল। তাই চট্টগ্রামেও জয়ের ধারাবাহিকতা অব্যাহত রাখতে চায় মাহমুদুল্লাহ-ইমরুলরা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে মুখোমুখি হবে স্বাগতিক চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট থান্ডার।
আগামীকালের ম্যাচকে সামনে রেখে আজ অনুশীলনের মাঝে চমক দেখায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে অনুশীলনের ফাঁকে বিয়োৎসব করে দলটি। বাংলাদেশের পতাকা হাতে আনন্দ উল্লাস করে দলের সকল সদস্য। এমন উল্লাসে নিজেদের গুটিয়ে রাখতে পারেনি বিদেশী খেলোয়াড়রাও। নিক্সনও বাংলাদেশের পতাকা হাতে বাংলাদেশের বিজয় দিবস উপভোগ করেছেন।
অন্যদিকে চট্টগ্রামের কাছে হার দিয়ে আসর শুরু করে সিলেট। চট্টগ্রামের বিপক্ষে ব্যাটসম্যানরা লড়াই করার পুঁজি দাড় করাতে পারলেও, পরের ম্যাচে মুখ থুবড়ে পড়ে তাদের। রাজশাহী রয়্যালসের বিপক্ষে ৯১ রানেই অলআউট হয় মোহাম্মদ মিঠুন-মোসাদ্দেকদের নিয়ে গড়া ব্যাটিং লাইন-আপ। ফলে ৮ উইকেটে ম্যাচ হারে তারা।