Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিজয় দিবস ক্রিকেট: জিতলো শহীদ মোশতাক একাদশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০১৯, ১০:৩০ AM
আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৯, ১০:৩০ AM

bdmorning Image Preview


প্রতি বছরের মতো এবারও শহীদ জুয়েল ও শহীদ মোশতাকের নামে দুই দলে ভাগ হয়ে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে আয়োজন করা হল বিজয় দিবস প্রীতি ক্রিকেট ম্যাচ। যাতে অংশ নেন দেশের সাবেক ক্রিকেটাররা। শহীদ জুয়েল একাদশের নেতৃত্বে ছিলেন সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয় ও শহীদ মোশতাক একাদশের নেতৃত্বে ছিলেন মেহরাব হোসেন অপি। ম্যাচে জয় পায় শহীদ মোশতাক একাদশ। 

সোমবার টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন শহীদ জুয়েল একাদশের অধিনায়ক নাঈমুর রহমান। ২০ ওভারের ম্যাচে ব্যাট করতে নেমে ৫ রানে সাজঘরে ফেরেন দুর্জয়। এরপর ৫২ রানের ইনিংস খেলেন এহসানুল হক। শাহরিয়ার হোসেন বিদ্যুতের ৩২ ও সজল চৌধুরীর ৪৬ রানে ভর করে ৪ উইকেটে ১৬২ রান তোলে শহীদ জুয়েল একাদশ। 

শহীদ মোশতাক একাদশের হয়ে ২ উইকেট নেন শফিউদ্দিন আহমেদ ও ১টি উইকেট নেন মুশফিক বাবু।

জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৭ ওভারেই জয় তুলে নেয় শহীদ মোশতাক একাদশ। মেহরাব হোসেন অপির অপরাজিত ৪৮ ও মোহাম্মদ রফিকের ৩৯ বলে ৮১ রানে ভর করে ১৮ ওভার ২ বলেই ম্যাচ শেষ করে তারা। জয় পেতে মাত্র ৪ উইকেটে হারাতে হয়েছে।

শহীদ জুয়েল একাদশের হয়ে ১টি উইকেট নেন খালেদ মাহমুদ সুজন। বাকি তিনটিই ছিল রানআউট।

Bootstrap Image Preview