Bootstrap Image Preview
ঢাকা, ২২ বৃহস্পতিবার, মে ২০২৫ | ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পাক সেনাদের গুলিতে ২ ভারতীয় জওয়ান নিহত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০১৯, ১০:৫২ AM
আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৯, ১০:৫২ AM

bdmorning Image Preview


ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের সীমান্ত এলাকায় চলমান যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফের গুলি চালিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। এতে এখন পর্যন্ত দুজন ভারতীয় জওয়ানের প্রাণহানি হয়েছে। 

সামরিক সূত্রের বরাতে গণমাধ্যম ‘এনডিটিভি’ জানায়, সোমবার (১৬ ডিসেম্বর) সকালে রাজ্যের বন্দিপুরে পাকিস্তানি বাহিনীর গুলিতে এক জওয়ান নিহত হন। অন্যদিকে রাজৌরি সেক্টরে পাকিস্তানি অনুপ্রবেশকারীরা ভারতীয় সেনাদের ওপর হামলা চালালে আরও এক সেনার প্রাণহানি হয়।

সীমান্তে অবস্থানরত সেনাবাহিনীর একজন মুখপাত্র বার্তা সংস্থা ‘পিটিআইকে’ বলেছেন, ‘গুরেজ সেক্টরে পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করে গুলি চালিয়েছে। এতে আমাদের এক সেনা প্রাণ হারিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘সোমবার দিবাগত রাতে পাকিস্তানের অনুপ্রবেশকারী ও ভারতীয় সেনাবাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনায় আরও এক জওয়ানের প্রাণহানি হয়। সংঘর্ষ থেমে থেমে এখনো অব্যাহত আছে। যদিও ভারতীয় জাওয়ানদের প্রত্যাঘাতে এখন পর্যন্ত কোনো পাকিস্তানি সেনা প্রাণ হারিয়েছেন কি না, রাত পর্যন্ত তা নিশ্চিত হওয়া যায়নি।’

এর আগে শুক্রবার (১৩ ডিসেম্বর) রাজ্যটির রাজৌরি সেক্টরের নিয়ন্ত্রণ রেখায় বিনা উসকানিতে পাকিস্তান সেনাবাহিনী গুলি চালিয়েছিল। এতে অন্তত দুই ভারতীয় জওয়ানের প্রাণহানি হয়।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ভূস্বর্গ খ্যাত জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে বিজেপি শাসিত মোদী সরকার। যার প্রেক্ষিতে পাক-ভারত মধ্যকার সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে। একই সঙ্গে কাশ্মীর সীমান্তে দেশ দুটির সেনাদের মধ্যে ব্যাপক সংঘর্ষ ঘটে। যা এখনো অব্যাহত আছে।

Bootstrap Image Preview