Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ইদলিবে রুশ বিমান হামলায় নারী ও শিশুসহ নিহত ৫

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০১৯, ১১:২৭ AM
আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৯, ১১:২৭ AM

bdmorning Image Preview


মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র সিরিয়ার ইদলিব প্রদেশে রাশিয়ার বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত ৫ জনের প্রাণহানি হয়েছে। তাছাড়া আহত হয়েছেন আরও কমপক্ষে ৯ জন।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে তুর্কি বার্তা সংস্থা ‘আনাদোলু এজেন্সি’ জানায়, সোমবার (১৬ ডিসেম্বর) বিকালে প্রদেশটির বিননিশ শহরের মার শিমারিন গ্রামে মর্মান্তিক এই হামলাটি চালানো হয়। 

মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, ‘হামলায় নিহতদের মধ্যে দুইজন বেসামরিক নারী ও দুই শিশু রয়েছেন। তাছাড়া আরও কিছু লোক গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন।’

বিশ্লেষকদের মতে, ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে সিরিয়া ইস্যুতে মস্কো ও আঙ্কারার মধ্যে একটি দ্বিপাক্ষিক চুক্তি হয়েছিল। যার প্রেক্ষিতে ইদলিবের সেই উত্তেজনাপূর্ণ এলাকায় এখন পর্যন্ত নারী ও শিশুসহ অন্তত হাজারের অধিক লোকের প্রাণহানি হয়েছে।

Bootstrap Image Preview