সম্প্রতি ভারতের সংসদে বিতর্কিত নাগরিক সংশোধনী আইন-২০১৯ পাস হয়েছে। এই বিতর্কিত বিষয়টি নিয়ে সোমবার মুখ খুলেছেন আসামের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে 'ভারতের আধুনিক জিন্নাহ' হিসেবে উল্লেখ করেছেন বর্ষীয়ান এই কংগ্রেস নেতা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিরুদ্ধে তোপ দেগে তরুণ গগৈ বলেন, 'নরেন্দ্র মোদি মোহাম্মদ আলি জিন্নার পথ অনুসরণ করছেন।
পাকিস্তান যা করেছে, এখন তিনিও (মোদি) তা অনুসরণ করছেন।... প্রয়োগ করছেন।
মোদির বিরুদ্ধে তোপ দেগে অসমের বর্ষীয়ান এই নেতা বলেন, পাকিস্তান ইসলামিক রাষ্ট্র চেয়েছিল। কংগ্রেস ধর্মনিরপেক্ষ রাষ্ট্র চেয়েছে। কিন্তু, আজ আপনারা ধর্মনিরপেক্ষতার পথ থেকে সরে এসে, এর বিরোধিতা করছেন কেন?'
আসামের সাম্প্রতিক অবস্থা নিয়ে রাজ্যের প্রাক্তন এই মুখ্যমন্ত্রী বলেন, আসামে প্রত্যেকটি মানুষ এখন রাস্তায় আছেন। কেন আসাম অগ্নিগর্ভ? এর জন্য দায়ী কে?' এরপর নিজেই যোগ করেন, 'প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এর জন্য দায়ী।'
তিনি প্রশ্ন তোলেন, 'যদি এটি ১০০ শতাংশ দৃষ্টান্তমূলক পদক্ষেপ হয়ে থাকে, তা হলে দেশের অন্যান্য অংশে কেন বিক্ষোভ দানা বাঁধছে?'
মোদির উদ্দেশে গগৈ বলেন, 'আপনারা ধর্মের ভিত্তিতে দেশটাকে ভাগ করে দিচ্ছেন। সম্প্রীতির বদলে, ঘৃণা, বিভাজন, দ্বন্দ্ব ছড়াচ্ছেন।'
কংগ্রেসের এই প্রবীণ নেতার কথায়, 'জিন্নার সঙ্গে আপনার (মোদি) কোনও ফারাক আমি পাইনি। ভারতকে হিন্দু রাষ্ট্র করার দিকে, এগিয়ে চলেছেন।'
আসামের প্রাক্তন মুখ্যমন্ত্রীর মতে, 'সিএএ সংবিধানের মূল ভিত্তি লঙ্ঘন করেছে। যে কারণে লোকজন আজ খেপেছে। ধর্মের ভিত্তিতে আসামের মানুষকে বিদেশি আখ্যা দেওয়া যাবে না।'