Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

চট্টগ্রামে দুপুরে মুখোমুখি রাজশাহী-খুলনা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০১৯, ১১:৪২ AM
আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৯, ১১:৪৬ AM

bdmorning Image Preview


চট্টগ্রাম পর্বে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে রাজশাহী রয়্যালস ও খুলনা টাইগার্স। ঢাকা পর্বের দুই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে আন্দ্রে রাসেলের দল। সে ধারাবাহিকতা ধরে রেখে খুলনাকে হারাতে দৃঢ় প্রতিজ্ঞ রাজশাহী। অন্যদিকে জয়ের ছন্দ ধরে রাখতে মরিয়া খুলনাও। চট্টগ্রামের জহুর আহম্মেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ১টা ৩০ মিনিটে।

অনুশীলনে ব্যস্ত রাজশাহী রয়্যালস। বঙ্গবন্ধু বিপিএলে এবার শুরু থেকেই উড়ছে পদ্মাপাড়ের দলটি। শুরুটা ঢাকার দুর্গ গুঁড়িয়ে দিয়ে। স্বাগতিকদের ৯ উইকেটে হারিয়ে আসর শুরু করেছে রাজশাহী। পরের ম্যাচে তাদের জয়যাত্রায় পাত্তাই পায়নি সিলেট থান্ডার। টানা দুই জয়ে চার পয়েন্ট নিয়ে রাজত্ব রাজশাহীর দখলে। তৃতীয় ম্যাচে খুলনাকে হারিয়ে সে রাজত্ব নিরাপদ রাখাই এখন মূল লক্ষ্য রাজশাহীর।

অধিনায়কের দায়িত্বে আছেন দেশ বিদেশের টি টোয়েন্টি লিগের ত্রাস আন্দ্র রাসেল। তবে এবার এখনও স্বরূপে দেখা যায়নি ক্যারিবিয়ানকে। হয়তো চট্টগ্রাম পর্বেই নিজের ঝলক দেখাবেন রাসেল। ব্যাট হাতে আস্থার প্রতিদান দিয়ে যাচ্ছেন লিটন দাস ও হাজরতউল্লাহ জাজাই। বল হাতেও চার উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন অলোক কাপালি। তিনটি করে উইকেট পেয়েছেন ফরহাদ রেজা ও রবি বোপারা। ফর্মে আছেন ক্রিকেটাররাও। তারপরও খুলনাকে সমীহ করছেন লিটন। মুশফিকুর রহীমের মতো ক্রিকেটার থাকায় ম্যাচ জেতা কঠিন হবে বলেই মনে করেন তিনি। তারপরও মাঠের লড়াইয়ে সতর্ক থাকার লক্ষ্য রাজশাহীর।

রাজশাহী দলের ক্রিকেটার বলেন, মাঠের লড়াইয়ে সতর্ক থাকার লক্ষ্য নিয়ে খেলতে হবে।

প্রতিপক্ষ খুলনা এখন পর্যন্ত ম্যাচ খেলেছে মাত্র একটি। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে হারিয়ে আসর শুরু হয়েছে তাদের। ১৯ বলে ৫০ রানের চমৎকার একটি ইনিংস উপহার দিয়ে সে ম্যাচে সবার হৃদয় ছুঁয়েছেন রহমতউল্লাহ গুরবাজ। রাইলি রুশোও খেলেছেন ৬৪ রানের অরাজিত ইনিংস। তবে বল হাতে এখনও সেভাবে নিজেদের মেলে ধরার সুযোগ পাননি আমের, শফিউল ও ফ্রাইলিংকরা। অভিজ্ঞ মুশফিকুর রহীম কাণ্ডারির ভূমিকায় থাকায় এ ম্যাচেও জয়ের ছন্দ ধরে রাখতে চায় খুলনা।
 

Bootstrap Image Preview