Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ফেডারেশন কাপের খেলায় পরিবর্তন আসছে নিয়মের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০১৯, ১২:১৯ PM
আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৯, ১২:১৯ PM

bdmorning Image Preview


২০১৯-২০ মৌসুমের ফেডারেশন কাপের খেলায় বেশকিছু নিয়মের পরিবর্তন আসছে। এবারই প্রথম চালু করা হবে ওয়্যারলেস সিস্টেম জানিয়েছেন বাফুফের সিনিয়র সহ সভাপতি সালাম মুর্শেদী। এছাড়া বাফুফের আগামী নির্বাচনে ক্লাব, জেলা, বিভাগীয় ও ক্রীড়া সংশ্লিষ্টরাই অংশ নেয়ার সুযোগ পাবেন বলে জানান তিনি।

ফেডারেশন কাপের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে নতুন ফুটবল মৌসুম। ড্র অনুষ্ঠানও শেষ। এখন অপেক্ষা মাঠের লড়াইয়ের। তবে এবারের ফেডারেশন কাপে আসছে কিছু নিয়মের পরিবর্তন। এমন আভাসই দিলেন বাফুফের সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদী।

তিনি বলেন, আগে ব্যাকপাস করলে গোলকিপার হাত দিয়ে ধরতে পারত না। এটা এখন অ্যালাউ। এই ধরণের অনেক পরিবর্তন এসেছে। সংযোজন এসেছে, কিছু বিয়োজন এসেছে। সেগুলোর ব্যাপারে আমরা সকলকে অবহিত করেছি। সামনে যে ফেডারেশন কাপ শুরু হবে সেখান থেকেই আমরা শুরু করব বলে আশা করছি।

এদিকে, বাফুফের পূর্ববর্তী নির্বাচন প্রক্রিয়ায় ভুল ছিল বলে মন্তব্য করেন বর্তমান এই কর্তা। তাই আসছে এপ্রিলে বাফুফের নির্বাচনে নতুনত্ব আনার প্রত্যাশা তার। কাউন্সিলরদের পরামর্শে নির্বাচনের আগে গঠনতন্ত্রে কিছু সংশোধনী আসছে বলে জানানো হয় ফেডারেশনের পক্ষ থেকে। যেখানে অংশ নেয়ার সুযোগ পাবেন ক্লাব, জেলা, বিভাগীয় ক্রীড়া সংশ্লিষ্টরা।

এদিকে, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে আয়োজন করা হবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপ। তবে এখনো চূড়ান্ত হয়নি অংশগ্রহণকারী দলের সংখ্যা। শিগগিরই ঘোষণা করার প্রত্যাশা সালাম মুর্শেদীর।

Bootstrap Image Preview