ব্যস্ত রাস্তায় চলছে গাড়ি। অনেক গাড়ি পার্কিংও করা রয়েছে রাস্তার ধারে। সেখানে একটি বিমান আকাশ থেকে নামতে নামতে মুখ থুবড়ে পড়ল রাস্তার উপর।
জানা যায়, যুক্তরাষ্ট্রের ডির ভ্যালি বিমানবন্দর থেকে বুধবার উড়ে যাচ্ছিল ছোট একটি বিমান। আপৎকালীন পরিস্থিতি তৈরি হওয়ায় তাৎক্ষণিক ভাবে ল্যান্ড করতে গিয়ে বিমানবন্দরের কাছেই ব্যস্ত রাস্তাতেই ভেঙে পড়ে বিমানটি।
এই ঘটনার সিসিটিভি ফুটেজের ভিডিও ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। তারপরই ভাইরাল হয়েছে সেই ভিডিও। বিমান ভেঙে পড়ার ঘটনায় ওই রাস্তায় দাঁড়িয়ে থাকা অনেক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
ফিনিক্স দমকল দফতরের ফেসবুক পোস্ট জানাচ্ছে, ঘটনার সময় ওই বিমানে দু’জন ছিলেন। দুর্ঘটনার পর তাদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন তাদের দুজনের অবস্থা স্থিতিশীল। কেন ভেঙে পড়ল বিমান, সেই তদন্তও শুরু করা হয়েছে।