Bootstrap Image Preview
ঢাকা, ১৪ বুধবার, মে ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মালিক ঝড়ে আসরের সর্বোচ্চ রান রাজশাহীর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০১৯, ০৩:১৯ PM
আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৯, ০৩:১৯ PM

bdmorning Image Preview


শোয়েব মালিকের দুর্দান্ত ব্যাটিংয়ে ভর করে খুলনার বিপক্ষে বড় সংগ্রহ দাঁড় করিয়েছে রাজশাহী রয়্যালস। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮৯  রান তুলতে সক্ষম হয়েছে তারা।

চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন খুবলা অধিনায়ক মুশফিকুর রহিম। শুরুতেই রাজশাহীকে চেপে ধরেন পেসার মোহাম্মদ আমির। হার্ডহিটার হজরতুল্লাহ জাজাইকে ফেরান তিনি মাত্র ১ রানে। আরেক ওপোনার লিটন দাসকে ১৯ রানে ফেরান রবি ফ্রাইলিঙ্ক। আফিফ হোসেনও বেশিক্ষণ স্থায়ী হননি। শহিদুল ইসলামের শিকার হওয়ার আগে তিনি করেন ১৯। তবে ৫০ বলে ৮৭ রানের দুর্দান্ত ইনিংস খেলে দলকে শক্ত অবস্থানে নিয়ে যান শোয়েব মালিক। এরপর শেষ দিকে ২৬ বলে ৪০ রানের ঝড় তুলে বিশাল সংগ্রহ এনে দেন রবি বোপারা।

স্কোর:রজাশাহী রয়্যালস: ১৮৯/৪ (২০)
লিটন দাস ১৯ (১৬)
হজরতুল্লাহ জাজাই ১ (৫)
আফিফ হোসেন ১৯ (১৭)
শোয়েব মালিক ৮৭ (৫০)
রবি বোপারা ৪০* (২৬)
আন্দ্রে রাসেল ১৩* (৬)

বোলার
মেহেদী হাসান 
মোহাম্মদ আমীর 
রবি ফাইলিঙ্ক ৪-০-২৯-১
শফিউল ইসলাম ৩-০-২৮-০
শহিদুল ইসলাম ৪-০-৩৫-১
আমিনুল ইসলাম ২-০-৩০-০

Bootstrap Image Preview