প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পর এবার মঞ্চ থেকে নামতে গিয়ে পড়ে গেলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বক্তৃতার মঞ্চ থেকে তার পড়ে যাওয়ার একটি ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে।
ভিডিওটি সোমবার একটি ফেসবুক পেজে পোস্ট করা হয়। তবে অমিত শাহের পড়ে যাওয়ার ঘটনাটি কবেকার তা জানা যায়নি।
ভিডিওতে দেখা যাচ্ছে, বক্তৃতার মঞ্চ থেকে নামার সময় হঠাৎ চিৎপটাং হয়ে পড়ে যান অমিত শাহ। এসময় তার পাশে থাকা অন্যরা তাকে টেনে তুলেন। পরে নিজেকে সামলে নিয়ে নীচে নামেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
ভিডিওটি পোস্ট করার পরপরই বিভিন্ন সামাজিকমাধ্যমে ভাইরাল হয়ে যায়।
এর আগে গত শনিবার কানপুরে গঙ্গার ঘাটে সিঁড়িতে মুখ থুবড়ে পড়ে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ভারতীয় সংবাদমাধ্যম নিউজ এইটিনের খবরে বলা হয়, কানপুরে গঙ্গার ঘাট থেকে নৌকা বিহারে গঙ্গা ঘুরে দেখার পরিকল্পনা ছিল নরেন্দ্র মোদির।
ওই সময় তিনি বেশ টগবগ করে সিঁড়ি দিয়ে উপরে উঠছিলেন। কিন্তু হঠাৎ করে মোদির বাঁ পায়ের পাতা সিঁড়ির সঙ্গে আটকে যায়। তাতেই হুমড়ি খেয়ে মাটিতে পড়ে যান ভারতের প্রধানমন্ত্রী। তৎক্ষণাৎ এসপিজি সদস্যরা ছুটে এসে মোদিকে টেনে তোলেন।