Bootstrap Image Preview
ঢাকা, ১৬ মঙ্গলবার, ডিসেম্বার ২০২৫ | ২ পৌষ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

৩ কেজির ইলিশ বিক্রি হল ১০ হাজার টাকায়!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০১৯, ০৫:৪৫ PM
আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৯, ০৫:৪৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত


জেলেদের জালে ধরা পড়া প্রায় ৩ কেজি ওজনের ইলিশ বাজারে তুলতেই ক্রেতারা ভিড় করেন ইলিশটি কিনতে। শেষ পর্যন্ত ১০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে মাছটি।

সোমবার (১৬ ডিসেম্বর) ভারতের উড়িষ্যার মোহনার মৎস্য নিলাম কেন্দ্রে এ মাছটি বাজারে নিয়ে আসেন স্থানীয় জেলে প্রমাণাকার। বাজারে আনার সাথে সাথে ইলিশ মাছটিকে ঘিরে হইচই পড়ে যায় দিঘা মোহনার মৎস্য নিলাম কেন্দ্রে। দিঘা মোহনায় অজিত হাজরার আড়তে মাছটি আসার পরই হুড়োহুড়ি পড়ে যায় ক্রেতা এবং বিক্রেতার মধ্যে।

ইলিশ নিয়ে সেলফি তোলার ধুম শুরু হয় পর্যটকদের মধ্যে। দীর্ঘ দরদামের পর ইলিশটি বিক্রি হয়েছে ১০ হাজার টাকায়। বিশালাকার ইলিশটি কেনে কলকাতার এসডিআর নামে একটি কোম্পানি। গত দু’বছরের মধ্যে দিঘা মোহনায় এটিই সবচেয়ে বড় আকৃতির ইলিশ বলে জানিয়েছেন আড়ৎকর্মী সুদীপ হাজরা।

 

Bootstrap Image Preview