Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বৃহস্পতিবার, মে ২০২৫ | ২৪ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পাকিস্তানের গুলিতে দুই ভারতীয় সেনা নিহত, ফের উত্তপ্ত কাশ্মীর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০১৯, ০৭:৪৭ PM
আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৯, ০৭:৪৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত


ভারতে মুসলিম বিদ্বেষী নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে চলমান বিক্ষোভের মধ্যেই কাশ্মীর সীমান্তে দুই ভারতীয় সেনা নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, গত সোমবার কাশ্মীরের বন্দিপুর ও রাজৌরির নিয়ন্ত্রণরেখায় এ গোলাগুলির ঘটনা ঘটে। পাকিস্তানি বাহিনীর গুলিতে ওই দুই ভারতীয় সেনা নিহত হয়েছে বলে দাবি ভারতের।

ভারতীয় সেনাবাহিনীর দাবি, রাজৌরিতে পাকিস্তানি অনুপ্রবেশকারীরা ভারতীয় বাহিনীর ওপর হামলা চালালে এক সেনা নিহত হয়। আর বন্দিপুরে পাকিস্তানি বাহিনীর গুলিতে এক ভারতীয় সেনা কর্মকর্তা প্রাণ হারান।

সূত্রের দাবি, নিয়ন্ত্রণরেখায় অনুপ্রবেশকারীদের সহায়তা করছে পাকিস্তান। সোমবার রাজৌরির নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে পাকিস্তানি বাহিনীর সহায়তায় অনুপ্রবেশকারীরা ঢোকার চেষ্টা করলে গুলি চালায় ভারতীয় সেনারা। তখন পাকিস্তানি বাহিনী পাল্টা গুলি চালানো শুরু করলে এক ভারতীয় সেনা নিহত হয়।

গত ৫ আগস্ট ভারত অধিকৃত জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর প্রতিবেশী এ দুই পারমাণবিক অস্ত্রধারী দেশের মাঝে ব্যাপক উত্তেজনা চলছে।

এরপর থেকে দু’দেশের মধ্যে থেমে থেমে গোলাগুলির ঘটনা ঘটেছে। কিন্তু চলতি সপ্তাহে ভারতে মুসলিমবিদ্বেষী সংশোধিত নাগরিকত্ব আইন পাস হওয়ার পর ব্যাপক বিক্ষোভ চলছে।

নাগরিকত্ব সংশোধনী বিল ভারতের পার্লামেন্টে পাস হওয়ার পর থেকে ক্ষোভে ফুঁসছেন মুসলমানরা। মুসলিম শিক্ষার্থীরা এই বিল বাতিলের দাবিতে বিক্ষোভ করছেন। বিক্ষোভ পশ্চিমবঙ্গ ছাড়িয়ে উত্তরপ্রদেশেও ছড়িয়ে পড়েছে।

Bootstrap Image Preview