Bootstrap Image Preview
ঢাকা, ১৪ বুধবার, মে ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বাংলাদেশের সঙ্গে টেস্ট খেলতে চায় না আয়ারল্যান্ড

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০১৯, ০৮:৫৩ PM
আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৯, ০৮:৫৩ PM

bdmorning Image Preview


আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ফিউচার ট্যুর প্ল্যান (এফটিপি) অনুযায়ী ২০২০ সালের গ্রীষ্মে আয়ারল্যান্ডে গিয়ে একটি টেস্ট ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের। কিন্তু আর্থিক সংকটের কারণ দেখিয়ে টাইগারদের সঙ্গে সেই টেস্ট ম্যাচটি খেলতে চায় না আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড।

টেস্টের পরিবর্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) সীমিত ওভারের ম্যাচ খেলার পরামর্শ দিয়েছে আয়ারল্যান্ড।

বিষয়টি নিশ্চিত করে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেছেন, বাংলাদেশের সঙ্গে টেস্ট ম্যাচ না খেলার ব্যাপারে আগেই জানিয়েছে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড। তারা টেস্টের পরিবর্তে সীমিত ওভারের ক্রিকেট খেলতে আগ্রহী।

টি-টোয়েন্টি ক্রিকেট আবিষ্কারের পর থেকেই টেস্টে দর্শকদের আগ্রহ কমে গেছে। ২০১৭ সালে টেস্ট খেলার মর্যাদা পায় আয়ারল্যান্ড ক্রিকেট দল। বাংলাদেশের সঙ্গে একটি টেস্ট ম্যাচ খেললে ১.১৪ মিলিয়ন ইউএস ডলার ব্যয় হতো আয়ারল্যান্ডের। স্পন্সর না পাওয়ার আশঙ্কায় টেস্ট খেলতে আগ্রহী নয় আইরিশরা।

আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী (সিইও) ওয়ারেন ডিউট্রোম জানান, টেস্ট খেলুড়ে অন্যসব দেশের মতো আমরাও টেস্ট ম্যাট খেলতে চাই। কিন্তু আর্থিক সীমাবদ্ধতার কারণে আমরা টেস্ট আয়োজন করতে পারছি না।

Bootstrap Image Preview