Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বৃহস্পতিবার, মে ২০২৫ | ২৪ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সরকারি সম্পত্তি ন'ষ্ট করলে দেখামাত্রই গু'লি: রেলমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০১৯, ১০:২৩ PM
আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৯, ০১:৩২ AM

bdmorning Image Preview


ভারতে নাগরিকত্ব সংশো'ধনী আ'ইনের বি'রুদ্ধে বি'ক্ষোভকারীরা সরকারি সম্পত্তিতে কোনো ধরনের সহিংসতা চালালে দেখামাত্রই গু'লির নির্দেশ দিয়েছেন দেশটির কেন্দ্রীয় রেলমন্ত্রী সুরেশ অঙ্গদি।

মুর্শিদাবাদের রেল স্টেশনে আগুন দেয়ার পর মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রী সতর্কবাতা দিয়ে এ কথা বলেন। খবর এনডিটিভির।

তিনি বলেন, আমি জেলা প্রশাসন এবং রেলের কর্তৃপক্ষকে বলেছি, কেউ যদি সরকারি সম্পত্তি নষ্ট করে, তাদের দেখামাত্র গু'লি করতে হবে। একজন কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে আমি এই নির্দেশ দিচ্ছি।

দেশজুড়ে নাগরিকত্ব বিল নিয়ে প্রতিবাদের মধ্যেই এ বিতর্কিত মন্তব্য করেছেন দেশটির কেন্দ্রীয় মন্ত্রী।

তিনি বলেন, যেখানে পশ্চিমবঙ্গ এবং উত্তর-পূর্বের রাজ্যে রেল ব্যাপক ক্ষতির সম্মুখীন, সেখানে এই ধরনের কাজকে বরদাশত করা হবে না।

রেলমন্ত্রী বলেন, রেলের পরিকাঠামো উন্নয়ন এবং পরিচ্ছন্নতার জন্য প্রায় ১৩ লাখ মানুষ দিনরাত কাজ করছেন। অথচ বিরোধীদের মদদে কিছু সমাজবিরোধী দেশে এই ধরনের সমস্যা তৈরি করছে। বল্লবভাই প্যাটেলের মতোই বিক্ষোভকারীদের বিরুদ্ধে সরকারের কড়া পদক্ষেপ নেয়ার দাবি জানান তিনি।

তিনি দাবি করেন, যেখানে মুসলিমসহ প্রকৃত নাগরিকদের কোনো বিপদ নেই, সেখানে নাগরিকত্ব বিলের বি'রুদ্ধে প্র'তিবাদ, বি'ক্ষোভে মানুষকে ভুল বোঝাচ্ছে বিরোধী দলগুলো।

তিনি বলেন, আমরা শুধু বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের শরণার্থীদের ভারতে থাকার অধিকার দিচ্ছি, স্থানীয় সংখ্যালঘুদের কোনো ক্ষতি হবে না। তবে এলাকার কিছু মানুষ অর্থনীতিকে ধ্বংসের চেষ্টা করছে।

Bootstrap Image Preview