ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পর এবার মঞ্চ থেকে পড়ে গেলেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ভিডিওটি গত সোমবার ভারতের একটি ফেসবুক পেজে পোস্ট করা হয়। তবে ঘটনাটির স্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
ভিডিওতে দেখা যাচ্ছে, বক্তৃতার মঞ্চ থেকে নামার সময় হঠাৎ পড়ে যান অমিত শাহ। এ সময় তার পাশে থাকা অন্যরা তাকে টেনে তোলেন। পরে নিজেকে সামলে নিয়ে নিচে নামেন তিনি।
এর আগে হোঁচট খেয়ে পড়ে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত শনিবার জাতীয় গঙ্গা পরিষদের প্রথম বৈঠকে যোগ দেওয়ার সময় এ ঘটনা ঘটে। বৈঠকে যোগ দিতে মোদি গিয়েছিলেন উত্তরপ্রদেশের কানপুরে।
সেখানে স্পিডবোটে চড়ে ‘নমামি গঙ্গে’ প্রকল্পের গঙ্গা নদী পরিষ্কার করার কাজ পরিদর্শনের পর ‘অটল ঘাট’-এর সিঁড়ি বেয়ে দ্রুত গতিতে ওঠার সময় হোঁচট খেয়ে পড়ে যান তিনি।