Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

গণতন্ত্রের বিরুদ্ধে যুদ্ধ: ইমপিচমেন্ট ভোটের আগে ট্রাম্প

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০১৯, ১১:৩৭ AM
আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৯, ১১:৩৭ AM

bdmorning Image Preview


মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইমপিচমেন্টের ওপর ভোটাভুটি হওয়ার আগে ওই পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির কাছে কড়া ভাষায় চিঠি লিখেছেন ট্রাম্প। ওই চিঠিতে তিনি ইমপিচমেন্ট প্রক্রিয়ার তীব্র নিন্দা জানান এবং ‘আমেরিকার গণতন্ত্রের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধ ঘোষণা’র জন্য পেলোসিকে অভিযুক্ত করেন।

ট্রাম্প মঙ্গলবার পেলোসির কাছে পাঠানো ছয় পৃষ্ঠার চিঠিতে লিখেছেন, ‘আপনি ইমপিচমেন্ট নামক নোংরা শব্দটিকে গুরুত্বহীন করে ফেলেছেন।’

প্রেসিডেন্ট ট্রাম্প ব্যক্তিগত স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে ইউক্রেন সরকারের ওপর বেআইনিভাবে চাপ প্রয়োগ করেছেন- এই অভিযোগে তার বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রক্রিয়া চলছে। বুধবার প্রতিনিধি পরিষদে এ সংক্রান্ত ভোটাভুটি অনুষ্ঠিত হবে এবং কংগ্রেসের এই নিম্নকক্ষে ডেমোক্র্যাট দলের সংখ্যাগরিষ্ঠতা থাকায় এখানে প্রস্তাবটি পাস হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।

তবে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে ক্ষমতাসীন রিপাবলিকান দলের সংখ্যাগরিষ্ঠতা থাকায় সেখানে ট্রাম্পের ইমপিচমেন্ট আটকে যেতে পারে।ট্রাম্প এ বিষয়টি বিবেচনা করেই শুরু থেকেই তাকে ইমপিচ করার বিরুদ্ধে কড়া ভাষায় বক্তব্য দিয়ে যাচ্ছেন।

এর আগে তিনি নিজে প্রতিনিধি পরিষদের ইমপিচমেন্ট সংক্রান্ত শুনানিতে অংশ নেননি এবং হোয়াইট হাউজের কর্মকর্তাদেরও অংশ নিতে দেননি।ট্রাম্প মঙ্গলবার পেলোসিকে লেখা চিঠিতে দাবি করেন, ‘এই বানোয়াট ইমপিচমেন্ট প্রক্রিয়ায় শুরু থেকেই সাংবিধানিক আইনি প্রক্রিয়া বাস্তবায়ন করা হয়নি।’

Bootstrap Image Preview