Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

অবশেষে পাওয়া গেল হারিয়ে যাওয়া ড্রোন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০১৯, ০২:৩৮ PM
আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৯, ০২:৩৮ PM

bdmorning Image Preview


অবশেষে খুঁজে পাওয়া গেল বঙ্গবন্ধু বিপিএলের সম্প্রচার কার্যে ব্যবহৃত ড্রোনটি। নিখোঁজ হবার ১০ ঘন্টার মধ্যে ফিরে পাওয়া গেল এই ড্রোন। ফলে সম্প্রচারকার্যের জন্য আনা দুটি ড্রোনের দুটিই রয়েছে এখন প্রোডাকশন টিমের কাছে।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে খুলনা টাইগার্স ও রাজশাহী রয়্যালসের মধ্যকার ম্যাচ চলাকালীন এই দুর্ঘটনা ঘটে। বিপিএলের সম্প্রচার কাজে নিয়োজিত ছিলো মোট দুইটি ড্রোন। তার মধ্যে একটি ড্রোন ম্যাচ চলাকালীন হারিয়ে যায়।

ড্রোনটি আর কোথাও নয়, সকালে পাওয়া গেছে সাগরিকাতেই। কিন্তু সেটার দুটি পাখা ভাঙ্গা। রাতভর ও সকাল বেলা অনেক খোঁজাখুঁজির পর আশা ছেড়ে দেয় রিয়েল ইমপেক্ট টিম। পরবর্তীতে আজ (বুধবার) খেলা সম্প্রচারে থাকা ক্যামেরাম্যানরা স্টেডিয়াম ফুটেজ নিতে গেলে একপর্যায়ে তারা টের পায় ড্রোনের উপস্থিতি। সঙ্গে সঙ্গেই ক্যামেরা জুম করে দেখা যায় হারিয়ে যাওয়া ড্রোন।

উল্লেখ্য, গতকাল দিনের প্রথম ম্যাচে নিখোঁজ হয়ে যায় ড্রোনটি। ৪/৫ লাখ টাকা মূল্যের এই ড্রোনটি খুঁজে দিতে পারলে ১০ হাজার টাকার পুরষ্কারের ঘোষণাও দেয়া হয়েছিল। তবে হারিয়ে যাবার ১২ ঘন্টার মধ্যে মিলেছে ড্রোন।

Bootstrap Image Preview