Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বৃহস্পতিবার, মে ২০২৫ | ২৪ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ভোটার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়: অমিত শাহ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০১৯, ০৩:০৩ PM
আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৯, ০৩:০৩ PM

bdmorning Image Preview


ভোটার কার্ড থাকা মানেই নাগরিকত্বের প্রমাণ নয় বলে জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, একমাত্র নাগরিকপঞ্জিতে (এনআরসি) নাম থাকলে তবেই প্রমাণিত হবে, কোন ব্যক্তি ভারতের নাগরিক এবং সেই কারণেই গোটা দেশে দ্রুত এনআরসি তৈরির সিদ্ধান্ত নিয়েছে তার সরকার।

অমিত শাহর এই বক্তব্যকে কেন্দ্র করে ধোঁয়াশা তৈরি হয়েছে সর্বস্তরে। বিরোধীদের প্রশ্ন, এত দিন ধরে যারা ভোটাধিকার প্রয়োগ করে এলেন, তারা যদি নাগরিক না-হন, তা হলে কারা ভারতের নাগরিক?

আসামের এনআরসির ধাঁচে গোটা দেশে নাগরিকপঞ্জি তৈরি করা হবে বলে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার। আগামী ২০২৪ সালের লোকসভা নির্বাচনের মধ্যে সেই কাজ সেরে ফেলা হবে বলে দিন কয়েক আগেই জানিয়েছিলেন অমিত। তবে মঙ্গলবার একটি সংবাদমাধ্যমে এনআরসি তৈরির কাজ শুরু হওয়ার কোনো দিন ঠিক হয়নি বলে দাবি করেন তিনি।

এর পরেই সঞ্চালক প্রশ্ন করেন, দেশের বড় সংখ্যক মানুষের কাছেই আধার কার্ড বা ভোটার কার্ড রয়েছে। সেগুলি কি নাগরিকত্ব নির্ধারণে যথেষ্ট নয়? এর জবাবে  অমিত বলেন, ‘না। ওই কার্ডগুলি নাগরিকত্ব প্রমাণ করে না। আধার তো নয়ই। কারণ আধার কার্ডের অন্য একটি উদ্দেশ্য রয়েছে। সেই জন্যই এনআরসি বানানোর দরকার রয়েছে।’

তাহলে কীভাবে নাগরিকত্ব প্রমাণ হবে? ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, আসাম মডেলে ঠিক হয়েছিল বাসিন্দাদের ভোটার কার্ড থাকতে হবে। সঙ্গে ভিত্তি-তারিখ ধরা হয়েছিল ১৯৭১ সালের ২৪ মার্চ। অর্থাৎ ১৯৭১ সালের ২৪ মার্চের আগে থেকে যেসব পরিবারের নাম ভোটার তালিকায় রয়েছে এবং যাদের সচিত্র ভোটার কার্ড, আধার কার্ড রয়েছে, তাদের নাম নাগরিক পঞ্জিতে উঠবে বলে স্থির হয়েছিল।

তবে অমিত শাহ যেভাবে ভোটার কার্ডকে নাগরিকত্বের প্রমাণ নয় বলে দাবি করলেন, তার পরে গোটা দেশের ক্ষেত্রে নাগরিকত্বের প্রমাণপত্র কী হবে, তা নিয়ে নতুন করে ধোঁয়াশা তৈরি হয়ে গেল।

এনআরসির প্রয়োজন ব্যাখ্যা করে অমিত বলেন, ‘দেশের নাগরিকদের তালিকা তৈরি করতেই এনআরসির সিদ্ধান্ত। যে তালিকায় সব বৈধ নাগরিকদের নাম থাকবে। বিরোধীরা দেখাক, এমন কোন দেশ রয়েছে যেখানে নাগরিক-তালিকা নেই। সব অনুপ্রবেশকারীকে নাগরিকত্ব দেওয়া সম্ভব নয়।’ কিন্তু অমিতের বক্তব্যে সাধারণ মানুষের আরও আতঙ্ক বাড়বে বলেই মনে করছেন সাধারণ ভারতীয়রা।

Bootstrap Image Preview