Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বৃহস্পতিবার, মে ২০২৫ | ২৪ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ভারতে বিক্ষোভ শেষে রাস্তা পরিষ্কার করলেন আন্দোলনরত শিক্ষার্থীরা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০১৯, ০৫:০৫ PM
আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৯, ০৫:০৫ PM

bdmorning Image Preview


ভারতের নতুন নাগরিকত্ব আইনের (সিএএ) বিরুদ্ধে বেশ কয়েকটি রাজ্যের মানুষ পথে নেমেছেন। মাঠে নেমেছেন দেশটির শিক্ষার্থীরাও। আন্দোলন চলাকালে দিল্লির জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে ঢুকে পড়ে দিল্লি পুলিশ। চলে কাঁদানে গ্যাস ও লাঠি চার্জ। পুলিশ ও শিক্ষার্থীদের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে যায় গোটা এলাকা।

পুলিশের লাঠি চার্জের আগে দিল্লির সরাই জুলেইনা ও মথুরা রোডে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছিল। পুলিশের বক্তব্য চারটি বাসে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। আগুন নেভাতে চারটি দমকলের ইঞ্জিন কাজে লাগানো হয়েছে বলে দাবি তাদের।

জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কমিটি এক বিবৃতিতে জানিয়েছে, আমরা বারবার আন্দোলন শান্তিপূর্ণ রাখার কথা বলেছি। হিংসার সঙ্গে যারা যুক্ত তাদের আমরা নিন্দা করছি। পুলিশ বর্বরতার সীমা অতিক্রম করেছে বলেও মন্তব্য করেছে জেএনইউ শিক্ষকদের সংগঠন।

পুলিশের তাণ্ডবের পর, রাত নামতেই আবার রাস্তায় নেমে পড়েন ওই বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভকারী ছাত্র-ছাত্রীরা। নোংরা হওয়া রাস্তা পরিষ্কার করতে শুরু করেন তারা। আর সেই পরিষ্কার কাজের ভিডিও ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। আন্দোলনের অন্যতম বিক্ষোভকারী সিরাজ শেইখ বাবু বলেন, এলাকা শান্ত হলে পরিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়। বিক্ষোভ শেষ হতে রাত ১০টা বেজে যায়। তারপর আমরা সিদ্ধান্ত নিই, আমাদের জন্য যখন নোংরা হয়েছে আমরাই পরিষ্কার করব। স্নাতক ও স্নাতকত্তোর স্তরের ছাত্র-ছাত্রীসহ প্রায় ১০ থেকে ১২ জন মিলে পরিষ্কার করি।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।

 

Bootstrap Image Preview