ভারতের গণতন্ত্র বিপজ্জনক আইসিইউতে চলে গেছে বলে মন্তব্য করেছেন তামিল সুপারস্টার ও মাক্কাল নিধি মাইয়াম দলের প্রতিষ্ঠাতা কমল হাসান।
মঙ্গলবার নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে উত্তর প্রদেশের জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি নির্যাতনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে তিনি এমন মন্তব্য করেন।
শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন জানিয়ে দেওয়া বক্তব্যে কমল হাসান বলেন, ‘আমজনতার সঙ্গে ছাত্রসমাজকে গুলিয়ে ফেললে চলবে না। এরাই জাতির ভবিষ্যৎ।’
তিনি আরও বলেন, ‘তরুণদের রাজনৈতিক বিষয়ে সচেতন হওয়া এবং প্রশ্ন তোলার মধ্যে কোনো রকম ভুল দেখছি না। কিন্তু যখন তাদের বাকরুদ্ধ করার চেষ্টা করা হয়, তার মানে গণতন্ত্র বিপজ্জনক আইসিইউতে চলে গেছে।’
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়,এর আগে গত সোমবার কমল হাসানের দল মাক্কাল নিধি মাইয়াম নাগরিকত্ব সংশোধনী বিলকে চ্যালেঞ্জ জানিয়ে ভারতের সুপ্রিম কোর্ট রিট করেছে।
দক্ষিণী সিনেমার এ সুপারস্টার বলেন, ‘আঘাত করে শিক্ষার্থীদের দমিয়ে দেওয়া যাবে না। আর ওদের দমনের চেষ্টা মানেই দেশের সংবিধান, স্বাধীনতার ওপর আঘাত হানা।
প্রশ্ন রেখে কমল হাসান আরও বলেন, ‘নাগরিকত্ব সংশোধনী বিল এখন আর দেশ বা কেন্দ্রের অধীনস্থ নয়। এটি এখন জাতীয় বিষয়। আর এই বিষয়ে কথা বলার অধিকার সমস্ত দেশবাসীর রযেছে।
উত্তর নেই বলে এভাবে কাঁদানে গ্যাস ছুঁড়ে, লাঠিচার্জ করে, শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে বেধড়ক মারধর করা হবে শিক্ষার্থীদের? এটা কোন ধরনের সভ্যতা’?