Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

চাকরির লোভ দেখিয়ে প্রতারণা, আটক ৩

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০১৯, ০৭:১৩ PM
আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৯, ০৭:১৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত


বিভিন্ন প্রতিষ্ঠানে ও সেনাবাহিনীতে চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগে চট্টগ্রামে প্রতারক চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ ব্যুরো আর ইনভেস্টিগেশন পিবিআই।

দুপুরে সংস্থাটির কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, পিবিআই চট্টগ্রাম মেট্রোর অতিরিক্ত পুলিশ সুপার মো. মঈন উদ্দিন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, রিপন নামে এক প্রতারককে আটকের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে নগরীর পাঠানটুলী থেকে আতিক ও তোফাজ্জল নামে আরও দুইজন প্রতারককে আটক করা হয়।

তারা ২০১৫ সাল থেকে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রদানের মাধ্যমে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে প্রতারণা করে আসছিল। আটককৃতদের কাছ থেকে ভুয়া নিয়োগপত্র, প্রবেশপত্র, পুলিশ ক্লিয়ারেন্সসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, এ পর্যন্ত তারা ৫৫ জনের সঙ্গে প্রতারণা করেছে। সম্প্রতি তাদের খপ্পড়ে পরে কয়েকজন ব্যক্তি চট্টগ্রাম কাস্টমসে যোগদান করতে আসলে ভুয়া নিয়োগপত্রের মাধ্যমে নিয়োগ পাওয়ার বিষয়টি সামনে ওঠে আসে।

Bootstrap Image Preview