Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

‘পটাকা’র পরে আসছে নুসরাত ফারিয়ার নতুন গান!   

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০১৯, ০৯:২১ PM
আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৯, ০৯:২১ PM

bdmorning Image Preview
সংগৃহীত


অভিনেত্রী হলেও বছর দেড়েক আগে ‘পটাকা’ শিরোনামে এক গানে নেচে-গেয়ে হইচই ফেলে দিয়েছিলেন নুসরাত ফারিয়া। গানটি প্রকাশের পর প্রশংসার চেয়ে সমালোচনাই হয়েছিল বেশি। যেটি নিয়ে বেশ কটু কথাও শুনেছিলেন এই নায়িকা।

 ‘পটাকা’র পর এবার নতুন গান কণ্ঠে তুলেছেন আবেদনময়ী নায়িকা নুসরাত ফারিয়া। জানা যায় আসছে নতুন বছরের শুরুতেই গানটি প্রকাশের পরিকল্পনা রয়েছে।

গান নিয়ে নুসরাত ফারিয়া বলেন, “এটি পটাকা’র কোনো সিক্যুয়েল নয়। আমার ফ্লেভারের গান; আই লাইক আপডেট সং। গানের রেকর্ডিংসহ যাবতীয় কাজ শেষ হয়েছে; এখন শুধু রিলিজ বাকি।”

নতুন বছরের শুরুতেই দিনক্ষণ দেখে গানটি প্রকাশ করবেন বলে জানালেন ‘পটাকা’ খ্যাত এই নায়িকা। গানটির সাফল্যের জেরেই পরের গান নিয়ে শ্রোতা-দর্শকদের সামনে হাজির হচ্ছেন তিনি।

ক্যারিয়ারের শুরুকে রেডিও জকি ও পরে অভিনেত্রী হিসেবে পরিচিতি পেলেও স্কুলজীবন থেকেই গানের সঙ্গে তার সখ্যতা ছিল ফারিয়ার।

আগামীকাল ১৯ ডিসেম্বর থেকে সাতক্ষীরার সুন্দরবন এলাকায় ‘অপারেশন সুন্দরবন’ চলচ্চিত্রের শুটিংয়ে অংশ নিতে যাচ্ছেন ফারিয়া। সেখানে এই লটের শুটিং শেষ করে ২৬ ডিসেম্বর ঢাকায় ফিরবেন তিনি।

নতুন বছরে ‘অপারেশন সুন্দরবন’, ‘ঢাকা ২০৪০’সহ তার তিনটি চলচ্চিত্র মুক্তি পাওয়ার কথা রয়েছে। পাশাপাশি একাধিক চলচ্চিত্রে নাম লেখানোর কথাও রয়েছে বলে জানান তিনি।

 

Bootstrap Image Preview