Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

খুলনায় ২২ কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০১৯, ০৯:৩৪ PM
আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৯, ০৯:৩৪ PM

bdmorning Image Preview


খুলনার পাইকগাছায় র‌্যাব-৬ প্রায় ২২ কোটি টাকার কষ্টিপাথরসহ ২ জনকে গ্রেফতার করেছে।

বুধবার রাত সাড়ে ৭টায় কষ্টিপাথরসহ ২ জনকে থানায় হস্তান্তর করা হয়।

পুলিশ জানায়, মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার মালথ গ্রাম থেকে র‌্যাবের এসএসপি তোফাজ্জেল হোসেনের নেতৃত্বে স্থানীয় মৃত নওশের আলী মোড়লের ছেলে জামাল মোড়ল (৫০)-এর বসতঘর থেকে প্রায় ২২ কেজি ওজনের এ কষ্টিপাথর উদ্ধার করা হয়। এ সময় জামাল মোড়লকে গ্রেফতার করে র‌্যাব।

জামাল মোড়লের স্বীকারোক্তি এবং তারে দেয়া তথ্যেরভিত্তিতে একই এলাকার মৃত কাছের আলীর ছেলে মিজানুর রহমান (৪৭) কে আটক করা হয়।

র‌্যাব-৬ এর এসআই দেবাশীষ নন্দী জানান, ক্রেতা সেজে এ কষ্টিপাথর উদ্ধারসহ ২ জনকে আটক করা হয়। এ ঘটনায় র‌্যাবের ডিএডি মো. সৈয়দুজ্জামান বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।

Bootstrap Image Preview