Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সরকারি চাকরিজীবীদের ভাতা বাড়লো ৩০ শতাংশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০১৯, ১০:৫৬ PM
আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৯, ১০:৫৬ PM

bdmorning Image Preview


ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় বেসামরিক প্রশাসনে কর্মরত সরকারি কর্মচারীদের দৈনিক ভাতা ৩০ শতাংশ বাড়িয়েছে সরকার। বুধবার এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়। তবে প্রজ্ঞাপনটি গত ১২ ডিসেম্বর স্বাক্ষরিত।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মো. শাহজাহান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, অর্থ বিভাগের ২০১৬ সালের ২৫ সেপ্টেম্বরের প্রজ্ঞাপনে অনুবৃত্তিক্রমে ব্যয়বহুল স্থান হিসেবে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, রংপুর, সিলেট, নারায়ণগঞ্জ ও গাজীপুর শহর এবং সাভার পৌর এলাকার ন্যায় ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় বেসামরিক প্রশাসনে কর্মরত সরকারি-কর্মচারীদের দৈনিক ভাতা সাধারণ হারের চেয়ে অতিরিক্ত ৩০ শতাংশ হারে নির্ধারণ করা হলো।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ জারির তারিখ থেকে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়।

Bootstrap Image Preview