Bootstrap Image Preview
ঢাকা, ০৭ বুধবার, মে ২০২৫ | ২৪ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ইন্ডিয়া গেটের সামনে গায়ে আগুন দিলেন যুবক!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০১৯, ১১:০০ AM
আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৯, ১১:০০ AM

bdmorning Image Preview


নাগরিকত্ব আইনের বিরোধিতা করতে গিয়ে নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা হল এই প্রথম। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে খাস দেশের রাজধানী দিল্লির অন্যতম প্রধান জায়গা ইন্ডিয়া গেটের সামনেই।

পুলিশ জানায়, গতকাল সন্ধ্যায় ২৫ বছর বয়সী এক যুবক ইন্ডিয়া গেটের সামনে এসে গায়ে আগুন দেন। প্রায় ৯৫ শতাংশ পুড়ে গিয়েছেন তিনি। তড়িঘড়ি পুলিশ তাঁকে রাম মনোহর লোহিয়া হাসপাতালে ভরতি করে।

চিকিৎসকরা জানিয়েছেন, ওই যুবকের শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছে। বাঁচার সম্ভাবনাও ক্ষীণ। তবু লড়াই চালানো হচ্ছে।

জানা গেছে, ওই যুবক ওড়িশার বাসিন্দা। নাম কার্তিক মেহার। গায়ে আগুন দেয়ার আগে নাগরিকত্ব আইনের বিরোধিতা করতে দেখা গিয়েছিল তাকে, এমনটাই জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। যদিও পুলিশের দাবি, ওই যুবক নাগরিকত্ব আইনের বিরুদ্ধে কোনও স্লোগান দেয়নি সে।

উল্লেখ্য, ইন্ডিয়া গেট থেকে ঢিল ছোড়া দূরত্বেই প্রেসিডেন্টের ভবন। সেখানে বসেই নাগরিকত্ব সংশোধনী বিলে সই করে তা আইনে পরিণত করেছিলেন প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ।

Bootstrap Image Preview