Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কারাবাও দুঃখ ভুলে বিশ্বকাপের ফাইনালে লিভারপুল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০১৯, ১১:১৬ AM
আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৯, ১১:১৬ AM

bdmorning Image Preview


একদিনের ব্যবধানে দুই মহাদেশে ম্যাচ খেলতে হওয়ায় বাধ্য হয়েই কচিকাঁচার এক স্কোয়াড ইংল্যান্ডে রেখে কাতারে এসেছিল লিভারপুল। অ্যাস্টন ভিলার বিপক্ষে সেই দলটা কারাবাও কাপে পাত্তাই পায়নি, উড়ে গেছে ৫-০ গোলে। কাপ খোয়ানোর দুঃখ থাকলেও সেটা দ্রুতই ভুলিয়ে দিতে চেষ্টা করেছেন কোচ ইয়ুর্গেন ক্লপ। অলরেডদের দ্বিতীয়বারের মতো তুলে দিয়েছেন ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে।

বুধবার রাতে কাতারে মেক্সিকান ক্লাব মন্টেরের মুখোমুখি হয়েছিল লিভারপুল। রবের্তো ফিরমিনোর শেষ সময়ের গোলে প্রতিপক্ষকে ২-১এ হারায় ক্লপের শিষ্যরা। শনিবার বাংলাদেশ সময় রাত ১১.৩০ মিনিটে শুরু হতে যাওয়া ফাইনালে ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামেঙ্গোর মুখোমুখি হবে ইউরোপ চ্যাম্পিয়নরা।

নাবি কেইটার ১২ মিনিটের গোলে এগিয়ে গেলেও অগ্রগামীতা মাত্র দুই মিনিট ধরে রাখতে পেরেছে লিভারপুল। ১৪ মিনিটে সমতা ফেরান রোহেলিও ফুনেস মরি।

১-১ গোলের সমতায় থাকা ম্যাচ যখন ধীরে ধীরে টাইব্রেকে গড়ানোর অপেক্ষায়, তখন জয় এনে দিয়েছেন ফিরমিনো।

ফাইনালে উঠেও যেন শান্তি নেই লিভারপুলের। সেখানে তাদের যে প্রতিপক্ষ সেই দেশের খানিকটা ভীতি আছে দলটির। ২০০৫ সালেও ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠেছিল অলরেডরা। ব্রাজিলেরই আরেক ক্লাব সাও পাওলোর কাছে হেরে এখন পর্যন্ত বিশ্বসেরা হওয়া হয়নি পাঁচবারের ইউরোপ চ্যাম্পিয়নদের।

Bootstrap Image Preview