Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ময়মনসিংহে কুয়াশায় ট্রাকচাপায় নিহত ৩

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০১৯, ১২:১৭ PM
আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৯, ১২:১৭ PM

bdmorning Image Preview


ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় সকালের কুয়াশার মধ্যে ট্রাকচাপায় অটোরিকশার ৩ আরোহী নিহত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার শশার বাজার এলাকায় ময়মনসিংহ-ফুলপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

তারাকান্দা থানার ওসি মিজানুর রহমান বলেন, অটোরিকশাটি যাত্রী নিয়ে ময়মনসিংহ যাচ্ছিল। হালুয়াঘাটগামী একটি ট্রাক শশার বাজার এলাকায় ওই অটোরিকশাকে চাপা দিলে চালক ও ২ যাত্রী ঘটনাস্থলেই মারা যান।

নিহতদের মধ্যে অটোরিকশার চালক রুবেল মিয়া (২৩) তারাকান্দা উপজেলার আউটদার গ্রামের ইউনুস আলীর ছেলে। তাৎক্ষণিকভাবে বাকিদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।

শীতের সকালে ঘন কুয়াশার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ওসি মিজানুর রহমান।

Bootstrap Image Preview