Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সড়ক দুর্ঘটনায় নিহিত আওয়ামী লীগ নেতার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০১৯, ০২:২৮ PM
আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৯, ০২:২৮ PM

bdmorning Image Preview


গৌরীপুরে সড়ক দুর্ঘটনায় আহত আওয়ামী লীগ নেতা আজহারুল ইসলাম (৪৫) মারা গেছেন।

বুধবার রাত ৯টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

২ ডিসেম্বর ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের গৌরীপুর উপজেলার চরশ্রীরামপুর তাসনিম ফিলিং স্টেশনের সামনে সড়ক দুর্ঘটনায় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আহাম্মদ খান পাঠান সেলভী ও বোকাইনগর ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আজহারুল ইসলাম গুরুত্বর আহত হন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, আজহারুল ইসলাম মোটরসাইকেলযোগে আলী আহাম্মদ খান পাঠান সেলভীকে নিয়ে যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষে দুজনই মারাত্মকভাবে আহত হন।

গুরুতর আহত অবস্থায় দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত ৯টায় আজহারুল ইসলাম মারা যান। গৌরীপুর থানার ওসি কামরুল ইসলাম মিঞা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Bootstrap Image Preview