গত ওয়ানডে বিশ্বকাপের পর থেকে জাতীয় দলে না খেললেও অবসর ঘোষণা করেননি মাশরাফি বিন মুর্তজা। যে কারণে কাগজে কলমে এখনও তিনি জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক। দীর্ঘ বিরতির পর ঢাকা প্লাটুনের হয়ে বিপিএল দিয়ে ফিরেছেন বাইশ গজে। চলতি আসরের মাঝেই জানা গেল, জাতীয় দলের সর্বশেষ অবস্থা সম্পর্কে কিছুই জানেন না ম্যাশ! গতকাল বুধবার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাশরাফি নিজেই এই তথ্য জানিয়েছেন।
সম্প্রতি নিজ দেশের কোচিং করানোর জন্য বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ চার্লস ল্যাঙ্গাভেল্ট মেয়াদ শেষের অনেক আগেই ইস্তফা দিয়েছেন। বিসিবিও তাকে বিদায় দিয়েছে। এ বিষয়ে খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছিল সংবাদ সম্মেলনে। জবাবে ম্যাশ বলেন, 'দেখেন, জাতীয় দল সমন্ধে আমার কোনো ধারণা নেই। মানে জাতীয় দলে এখন কী হচ্ছে তা আমি জানি না। তাই এ নিয়ে মন্তব্য করার সুযোগ নেই। আর আমি তো তার (ল্যাঙ্গেভেল্ট) সঙ্গে কাজও করিনি।'
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে ল্যাঙ্গাভেল্টের চুক্তি ছিল ২ বছরের। কিন্তু চুক্তির ছয় মাস না হতেই দক্ষিণ আফ্রিকা বোর্ড ও বিসিবির পারস্পরিক সমঝোতার ভিত্তিতে থাকছেন না ল্যাঙ্গেভেল্ট। নিজ দেশ দক্ষিণ আফ্রিকার জাতীয় দলে এখন থেকে যুক্ত হবেন তিনি। এদিকে মাশরাফি এখন বিপিএলে ঢাকা প্লাটুনকে নেতৃত্ব দিচ্ছেন। গতকাল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চট্টগ্রামের সঙ্গে হাই-ভোল্টেজ ম্যাচে ১৬ রানে হেরেছে তার দল।