Bootstrap Image Preview
ঢাকা, ০৭ বুধবার, মে ২০২৫ | ২৪ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ভারত সীমান্তে ক্রমাগত গুলি চালাচ্ছে পাকিস্তান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০১৯, ০৫:৫৪ PM
আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৯, ০৫:৫৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত


চলমান যুদ্ধবিরতি লঙ্ঘন করে বিনা প্ররোচনায় ভারত সীমান্তে ক্রমাগত গুলি চালাচ্ছে পাকিস্তান। এর জেরে যে কোনো মুহূর্তে দুদেশের নিয়ন্ত্রণ রেখায় পরিস্থিতির অবনতি ঘটতে পারে। বুধবার (১৮ ডিসেম্বর) এমন মন্তব্য করেছেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত।

তিনি বলেন, পাক সেনাদের এসব হামলার জেরে দুই দেশের মধ্যে উত্তেজনার মাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। যদিও সকল পরিস্থিতি মোকাবিলায় ভারতীয় সেনাবাহিনী সর্বক্ষণ প্রস্তুত।

ভারতের কেন্দ্রীয় সরকার গত আগস্ট মাসে সংবিধানের ৩৭০ ধারা বিলোপের মাধ্যমে ভূস্বর্গ খ্যাত জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে। বিষয়টি নিয়ে পাকিস্তান আন্তর্জাতিক স্তরে নানা তৎপরতার মাধ্যমে ভারতকে বিপাকে ফেলার চেষ্টা করলেও শেষ পর্যন্ত সবই বৃথা হয়ে যায়।

ভারতের অভিযোগ, গত আগস্টের পর থেকে নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তান সেনাবাহিনী দীর্ঘদিনের সংঘর্ষবিরতি লঙ্ঘনের মাধ্যমে হামলা চালিয়ে আসছে। এর জেরে ক্রমশ চড়ছে উত্তেজনার পারদ।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) কাশ্মীরের সুন্দরবেনি সেক্টরে পাকিস্তান এলিট বর্ডার অ্যাকশন টিমের (ব্যাট) আক্রমণ সফলতার সঙ্গে প্রতিহত করে ভারতীয় সেনারা। এনকাউন্টারে প্রাণ হারিয়েছিলেন পাকিস্তানি স্পেশাল ফোর্সের দুই কমান্ডো। যদিও পাক সেনাবাহিনীর পাল্টা গুলিতে তখন এক ভারতীয় জওয়ান নিহত হন।

প্রতিবেশী রাষ্ট্রের এমন প্ররোচনামূলক কার্যকলাপের প্রেক্ষিতে ভারতীয় সেনাপ্রধান বলেন, ‘আমাদের প্রস্তুত থাকা প্রয়োজন। যে কোনও মুহূর্তে নিয়ন্ত্রণ রেখার পরিস্থিতির অবনতি ঘটতে পারে।’

Bootstrap Image Preview